নাজিরপুরে ট্রাক চাপায় ভ্যান চালকের মৃত্যু

প্রথম পাতা » পিরোজপুর » নাজিরপুরে ট্রাক চাপায় ভ্যান চালকের মৃত্যু
মঙ্গলবার ● ১৬ এপ্রিল ২০২৪


নাজিরপুরে ট্রাক চাপায় ভ্যান চালকের মৃত্যু

নাজিরপুর(পিরোজপুর) সাগরকন্যা প্রতিনিধি॥

পিরোজপুরের নাজিরপুরে ট্রাক চাপায় আল আমিন হাওলাদার (৪০) নামের এক ভ্যান চালকের মৃত্যু হয়েছে। সোমবার (১৫ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চিকিৎসার জন্য খুলনা নেয়ার পথে তার মৃত্যু হয়েছে তবে দূর্ঘটনাটি ঘটেছে ওই দিন বিকাল পৌনে ৬টার দিকে উপজেলার সরকারী টেকনিকাল কলেজের সামনের সড়কে। নিহত ভ্যানচালক আল-আমিন হাওলাদার উপজেলার সদর ইউনিয়নের দক্ষিন চিথলিয়া গ্রামের আব্দুল হাই হাওলাদারের ছেলে।
স্থানীয় প্রত্যক্ষদর্শী একাধকি সূত্রে জানা গেছে, ওই দিন বিকাল  পৌনে ৬টার দিকে ওই ভ্যান চালক যাত্রী নিয়ে উপজেলার সদর থেকে চিথলিয়ার দিকে যাচ্ছিলেন এ সময় বিপরীত দিক থেকে বেপরোয়া গতির একটি ট্রাক এসে তাকে চাপা দেয়, এতে তার ভ্যান উল্টে ভেঙ্গে যায় ও ট্রাকটি রাস্তার পাশের খাদে পড়ে যায়। এ সময় ভ্যান চালক আল আমিন গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার শিমুল কৌশিক সাহা বলেন, ওই ভ্যান চালককে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিলো। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছিলো। শুনেছি খুলনা নেয়ার পথে তার মৃত্যু হয়েছে। নাজিরপুর থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. শাহ আলম হাওলাদার বলেন, মরদেহটি উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে কোন লিখিত অভিযোগ পাই নি। অভিযোগ পেলে আইনী ব্যবস্থা নেয়া হবে।

 

 

 

এএএইচ/এমআর

বাংলাদেশ সময়: ২০:৫৬:৪৩ ● ৯০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ