সিলেটে পুলিশের সঙ্গে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ

প্রথম পাতা » ব্রেকিং নিউজ » সিলেটে পুলিশের সঙ্গে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ
মঙ্গলবার ● ১২ মার্চ ২০১৯


প্রতীকী ছবি

সিলেট সাগরকন্যা প্রতিনিধি॥
সিলেট-জকিগঞ্জ সড়কের গোলাপগঞ্জ উপজেলার হিলালপুরে পরিবহন শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। অস্থায়ী চেকপোস্ট বসিয়ে হয়রানির প্রতিবাদে শ্রমিকরা সড়ক অবরোধ করলে পুলিশের সঙ্গে এ সংঘর্ষ হয়। মঙ্গলবার দুপুর দেড়টা থেকে প্রায় দেড় ঘণ্টাব্যাপী সংঘর্ষে পথচারীসহ অনেকে আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, নির্বাচনী দায়িত্ব পালনের জন্য গাড়ি রিকুইজিশনে হিলালপুরে অস্থায়ী চেকপোস্ট বসায় পুলিশ। এই নিয়ে পরিবহন শ্রমিকদের সঙ্গে পুলিশের বাকবিতণ্ডা হয়। প্রতিবাদে সড়ক অবরোধ করে রাখেন শ্রমিকরা। এরপর পুলিশ অবরোধ তুলতে গেলে শ্রমিকরা ইট-পাটকেল নিক্ষেপ করে। শেষ খবর পাওয়া পর্যন্ত যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এ বিষয়ে সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মাহবুবুল আলম বলেন, ট্রাক শ্রমিকদের সঙ্গে পুলিশের ভুল বোঝাবুঝি হয়েছে। সমাধানের চেষ্টা চলছে। বিষয়টি জানতে গোলাপগঞ্জ থানার ওসি একেএম ফজলুল হক শিবলীর নম্বরে একাধিকবার ফোন দিলেও তিনি রিসিভ করেননি।

বাংলাদেশ সময়: ১৬:২৯:২৮ ● ৫৫৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ