কাউখালীতে তিন ব্যবসায়িকে জরিমানা

প্রথম পাতা » পিরোজপুর » কাউখালীতে তিন ব্যবসায়িকে জরিমানা
শুক্রবার ● ২২ মার্চ ২০২৪


কাউখালীতে তিন ব্যবসায়িকে জরিমানা

কাউখালী(পিরোজপুর)সাগরকন্যা প্রতিনিধি॥

পিরোজপুরের কাউখালীর বিভিন্ন হাট বাজারে বিক্রি হচ্ছে নানা প্রজাতির সামুদ্রিক মাছ। শুক্রবার সাপ্তাহিক হাটের দিন বাজারে ঝুড়িতে থরে থরে মাছ সাজিয়ে অপেক্ষা করছেন ব্যবসায়ীরা। ক্রেতারা কিনছেনও বেশ। তবে এর মধ্যেই ঘটেছে রঙের খেলা। রঙে মাছ হয়ে যাচ্ছে লাল আর তাজা। প্রায় পচে যাওয়া মাছও দেখে মনে হচ্ছে টাটকা।
এসব পঁচা সামুদ্রিক মাছে ক্ষতিকর রং দেওয়ার অপরাধে তিন ব্যবসায়ীকে ৭ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। এ সময় প্রায় ১’শত কেজি পঁচা,রং মেশানো মাছ জব্দ করে নদীতে ফেলে দেওয়া হয়।
শুক্রবার (২২মার্চ) সকালে কাউখালী উপজেলা শহরের সাপ্তাহিক বাজারের দিন দক্ষিন বাজারে  অভিযান চালিয়ে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ স্বজল মোল্লা এই দন্ড দেন।
দন্ডপ্রাপ্ত ব্যবসায়ীরা হলেন-ইলিয়াস হোসেন, মো.শাহিনএবং রাজিব।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ স্বজল মোল্লা বলেন, ক্ষতিকর রঙ মিশিয়ে সাদা মাছ রঙিন করার অপরাধে ওই মাছ ব্যবসায়ীদের ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে জরিমানা আরোপ ও আদায় করা হয়। পরে তার কাছে থাকা ক্ষতিকর রঙ মেশানো মাছ ধ্বংস করা হয়।

 

 

 

আরএইচআর/এমআর

বাংলাদেশ সময়: ২২:০৫:১৭ ● ৩৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ