দুদকের মামলায় পুলিশ সার্জেন্টের সাত বছরের কারাদণ্ড

প্রথম পাতা » সর্বশেষ » দুদকের মামলায় পুলিশ সার্জেন্টের সাত বছরের কারাদণ্ড
মঙ্গলবার ● ১২ মার্চ ২০১৯


---

সাগরকন্যা ডেস্ক॥
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলায় পুলিশ সার্জেন্ট মো. আজাহার আলীকে পৃথক দুই ধারায় ৭ বছর কারাদণ্ড দিয়েছে আদালত। মঙ্গলবার ঢাকার বিভাগীয় বিশেষ জজ সৈয়দ কামাল হোসেন মঙ্গলবার এ রায় ঘোষণা করেন। আদালতের পেশকার রফিকুল ইসলাম জানান, সার্জেন্ট আজাহার আলীকে দুদক আইন, ২০০৪ এর ২৬(২) ধারায় দুই বছর কারাদ- ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড এবং ২৭(১) ধারায় পাঁচ বছর কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে তিন মাস কারাদণ্ড দেওয়া হয়েছে। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ২০১২ সালের ২৭ ফেব্রুয়ারি রমনা থানায় মামলাটি দায়ের করে দুদক। মামলায় রাষ্ট্রপক্ষে ছিলেন দুদকের আইনজীবী আবদুর রাজ্জাক।

বাংলাদেশ সময়: ১৪:০৮:০৮ ● ৪৪০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ