কাউখালীতে বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন

প্রথম পাতা » পিরোজপুর » কাউখালীতে বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন
মঙ্গলবার ● ২৭ ফেব্রুয়ারী ২০২৪


কাউখালীতে বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন

কাউখালী(পিরোজপুর)সাগরকন্যা প্রতিনিধি॥

পিরোজপুরের কাউখালীতে বীর মুক্তিযোদ্ধা,অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ হাবিবুর রহমান(৭২)কে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়েছে।
মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারী) দুপুর ২টায় কাউখালী সরকারি বালক বিদ্যালয় মাঠে তাকে গার্ড অব অনার দেওয়া হয়।
কাউখালী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ স্বজল মোল্লা রাষ্ট্রের পক্ষে সালাম গ্রহণ করেন।  এ সময় জাতীয় পতাকা দিয়ে আচ্ছাদিত মরহুমের মরদেহে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
কাউখালী থানা পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার দেয়। এক মিনিট নীরবতা পালন শেষে একই স্থানে জানাজা এবং পরে তার সাহাপুরা গ্রামের বাড়িতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
গার্ড অব অনার অনুষ্ঠানে কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হুমায়ুন কবীর,মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলী হোসেন তালুকদারসহ বীর মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।
বীর মুক্তিযোদ্ধাও অবসর প্রাপ্ত শিক্ষক মোঃ হাবিবুর রহমান কাউখালী মানিক মিয়া কিন্ডার গার্টেন সংলগ্ন নিজ বাসভবনে মঙ্গলবার ভোর ৫টায়  ইন্তেকাল করেন(ইন্নালিল্লাহি…রাজেউন)। মরহুম হাবিবুর রহমানের স্ত্রী চার ছেলে ও এক কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী  রয়েছেন।

 

 

 

আরএইচআর/এমআর

বাংলাদেশ সময়: ২১:২৮:৪৮ ● ৬৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ