আমি নিজের জন্য নয়, নৌকার জন্য ভোট চাই-মঞ্জু

প্রথম পাতা » পিরোজপুর » আমি নিজের জন্য নয়, নৌকার জন্য ভোট চাই-মঞ্জু
মঙ্গলবার ● ১৯ ডিসেম্বর ২০২৩


আমি নিজের জন্য নয়, নৌকার জন্য ভোট চাই-মঞ্জুআমি নিজের জন্য নয়, নৌকার জন্য ভোট চাই-মঞ্জু

নেছারাবাদ (পিরোজপুর) সাগরকন্যা প্রতিনিধি॥

দ্বাদশ সংসদ নির্বাচনে মহাজোট প্রার্থী জাতীয় পার্টি (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু বলেছেন, আমি আনোয়ার হোসেন মঞ্জু নিজের জন্য ভোট চাইনা, নৌকার জন্য ভোট চাই। এ নৌকা আনোয়ার হোসেন মঞ্জুর না। এ নৌকা সোহরাওয়ার্দি, হক ও ভাষানীর। এ নৌকা বঙ্গবন্ধুর। সর্বোপরি স্বাধীনতার প্রতীক। সেই নৌকার বর্তমান কান্ডারী শেখ হাসিনা। নৌকায় ভোট দিলে সেই ভোট জননেত্রী শেখ হাসিনা পাবেন। তিনি ক্ষমতায় যাবেন। শেখ হাসিনা পুনরায় প্রধানমন্ত্রী হবেন। শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকলে ব্রিজ হবে, সড়ক হবে দেশের উন্নয়ন অব্যহত থাকবে। সুতরাং আপনাদেরকে বুঝে শুনে কাজ করতে হবে। রাজাকার আল সামস যদি ক্ষমতায় যেন না আসে তাহলে স্বরূপকাঠির চেহারা পাল্টে যাবে। তিনি মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সকালে স্বরূপকাঠি উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ মাঠে উপজেলা আওয়ামীলীগের এক বর্ধিত সভায় এসব কথা বলেন।
তিনি আরও বলেন, আমি ছাত্র অবস্থায় রাজনীতি শুরু করি সেই পাকিস্তান আমলে। তখন ছাত্রলীগের প্রতিনিধি হিসেবে তোফায়েল আহমেদ ডাকসুর ভিপি ছিলেন। আমি ফজলুল হক হলের জিএস ছিলাম।  সাংবাদিক হিসেবে জাতীয় প্রেসক্লাবের সভাপতি ছিলাম। মন্ত্রী হিসেবে দীর্ঘ সময় বিভিন্ন মন্ত্রনালয়ের দায়ীত্ব পালন করেছি। সংসদ সদস্য হিসেবে হিসেবে ভান্ডারিয়, কাউখালী, ইন্দুরকানিসহ দেশের বিভিন্ন এলাকায় উন্নয়ন করেছি। প্রেসিডেন্ট এরশাদকে নিয়ে স্বরূপকাঠির মূল কলেজটি সরকারী করেছিলাম।  নদী ভাঙনে কাজ করেছি। ছাত্রদের কল্যান প্রধানমন্ত্রী যখন বলেন, একটি বুলেট আমাকে তাড়া করছে। এ বিষয়টি অনুধাবন করতে হবে। সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।
উপজেলা আওয়ামীলীগের সভাপতি সৈয়দ সহিদুল আহসানের সভাপতিত্বে যুগ্ম সম্পাদক আব্দুস সালাম সিকদারের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, পিরোজপুর জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক অ্যাডভোকেট কানাই লাল বিশ^াস, সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ মো. শাহ আলম, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি অ্যাডভোকেট মোস্তফা কামাল, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি আব্দুল হামিদ, সাবেক  সাধারণ সম্পাদক এসএম ফুয়াদ, বর্তমান সহ সভাপতি অধ্যক্ষ বেলায়েত হোসেন, আওয়ামীলীগ নেতা শওকত আকবর, কাজী সাইফুদ্দিন তৈমুর, শফিক মান্নান,(ভান্ডারিয়া) মীরা রানী চৌধূরী, কাজী সাখাওয়াত হোসেন, ভাইস চেযারম্যান রনি দত্ত, তাওহিদুল ইসলাম, আলফাজ উদ্দিন প্রমুখ।

 

 

আরএ/এমআর

বাংলাদেশ সময়: ২১:২০:০৯ ● ৭৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ