ফুলবাড়ীতে বিভিন্ন কর্মসূচিতে শেখ রাসেল দিবস পালিত

প্রথম পাতা » ব্রেকিং নিউজ » ফুলবাড়ীতে বিভিন্ন কর্মসূচিতে শেখ রাসেল দিবস পালিত
বুধবার ● ১৮ অক্টোবর ২০২৩


ফুলবাড়ীতে বিভিন্ন কর্মসূচিতে শেখ রাসেল দিবস পালিত

ফুলবাড়ী (দিনাজপুর) সাগরকন্যা প্রতিনিধি॥

দিনাজপুরের ফুলবাড়ীতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৬০ তম জন্মদিন ও শেখ রাসেল দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে।

উপজেলা প্রশাসনের উদ্যোগে বুধবার (১৮ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে অস্থায়ী শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, ফায়ার সার্ভিস, নেসকোসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তর।

পুষ্পস্তবক অর্পণ শেষে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা শেষে উপজেলা সভা কক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) জাফর আরিফ চৌধুরী।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এনামুল হুদা, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোসাম্মৎ হাসিনা ভূঁইয়া, উপজেলা কৃষি কর্মকর্তা রুম্মান আক্তার, বীর মুক্তিযোদ্ধা এছার উদ্দিন, থানার পরিদর্শক (ওসি তদন্ত) শফিকুল ইসলাম। এসময় বেতদিঘী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ মো. আব্দুল কুদ্দুস, কাজীহাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মানিক রতন, খয়েরবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হক, মহিলা বিষয়ক কর্মকর্তা রীতা মন্ডল প্রমুখ উপস্থিত ছিলেন।

দিবসটি উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।


এএইচসি/এমআর

বাংলাদেশ সময়: ২০:৪০:১৭ ● ৮৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ