নাজিরপুরে ঘূস নেয়ার অডিও ফাঁসে এসিল্যান্ডের বদলি!

প্রথম পাতা » পিরোজপুর » নাজিরপুরে ঘূস নেয়ার অডিও ফাঁসে এসিল্যান্ডের বদলি!
বুধবার ● ২০ সেপ্টেম্বর ২০২৩


নাজিরপুরে ঘূস নেয়ার অডিও ফাঁসে এসিল্যান্ডের বদলি!

নাজিরপুর(পিরোজপুর) সাগরকন্যা প্রতিনিধি॥

পিরোজপুরের নাজিরপুরের এসিল্যান্ড মো. মাসুদুর রহমান কর্তৃক তহশিলদারদের ঘুস গ্রহনের নির্দেশনার অডিও ভাইরালের ঘটনায় তাকে বদলির আদেশ করা হয়েছে।
বুধবার (২০ সেপ্টেম্বর) জন প্রশাসন মন্ত্রনালয়ের এক আদেশে তাকে ওই বদলির আদেশ করা হয়েছে। জানা গেছে, ওই দিন (বুধবার) জন প্রশাসন মন্ত্রনালয়ের সিনিয়র সহকারী সচিব কানিজ ফাতেমা সাক্ষরিত এক আদেশে বলা হয়েছে রাষ্ট্রপতির আদেশক্রমে তাকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত জেলার নাজিরপুর থেকে বদলি করে জন প্রশাসন মন্ত্রনালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসাবে নিয়োগ দেয়া হয়েছে। একই দিন তাকে জেলা প্রশাসক মোহাম্মাদ জাহেদুর রহমান স্বাক্ষরিত অন্য এক আদেশে তাকে নাজিরপুরের সহকারী কমিশনার (ভূমি) পদ থেকে নতুন পদে যোগদানের জন্য অবমুক্ত করা হয়। এর আগে ওই ঘুস গ্রহনের নির্দেশনার অডিও ভাইরালের ঘটনা নিয়ে জেলা প্রশাসক কর্তৃক তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটি গত মঙ্গলবার সরেজমিনে তা তদন্ত করেন। জানা গেছে, সম্প্রতি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কর্তৃক নিজ দপ্তরে বসে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ভূমি অফিসের ইউনিয়ন ভূমি সহকারী ও উপ-সহকারী কর্মকর্তাদের (তহসিলদার) নিয়ে নামজারি জন্য ঘুস গ্রহনের একটি বৈঠক হয়। ওই বৈঠকে এসিল্যান্ড কর্তৃক ঘুস গ্রহনের বিভিন্ন নির্দেশনা দেয়া হয়। এতে তাকে প্রতি নামজারি বাবদ ৪ হাজার থেকে ১০ হাজার টাকা পর্যন্ত ঘুস দিতে বলা হয়। ওই অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এ নিয়ে গমাধ্যমে সংবাদ প্রকাশ হয়। উল্লেখ্য, গত ৮ জুন তিনি জেলার নাজিরপুরে এসিল্যান্ড হিসাবে যোগাদান করেন। এর আগে তিনি সিরাজগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয়ের কর্মরত ছিলেন।

এএএইচ/এমআর

বাংলাদেশ সময়: ২১:০২:৫১ ● ৬৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ