ছাতকে পদোন্নতি পাওয়ায় এসিল্যান্ডকে ইউএনও‘র শুভেচ্ছা

প্রথম পাতা » ব্রেকিং নিউজ » ছাতকে পদোন্নতি পাওয়ায় এসিল্যান্ডকে ইউএনও‘র শুভেচ্ছা
শুক্রবার ● ১৫ সেপ্টেম্বর ২০২৩


ছাতকে পদোন্নতি পাওয়ায় এসিল্যান্ডকে ইউএনও‘র শুভেচ্ছা

ছাতক(সুনামগঞ্জ) সাগরকন্যা প্রতিনিধি॥

সুনামগঞ্জের ছাতক উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোহাম্মদ ইসলাম উদ্দিন সিনিয়র সহকারী সচিব পদে পদোন্নতি পাওয়ায় তাঁকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নুরের জামান চৌধুরী সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

বৃহস্পতিবার (১৪ আগষ্ট) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে তাকে আনুষ্ঠানিক শুভেচ্ছা জানানো হয়।

এসময় প্রকৌশলী ইশতিয়াক নাসের, ছাতক উপজেলা প্রকৌশলী আফসার আহমেদ,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কে এম মাহবুব রহমান সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

ছাতকের সহকারী কমিশনার (ভুমি) মোহাম্মদ ইসলাম উদ্দিনকে সিনিয়র সহকারী সচিব হিসেবে পদোন্নতি প্রদান করা হয়েছে। ১৩ আগষ্ট রাষ্ট্রপতির আদেশক্রমে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মর্তুজা আল-মুঈদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই পদোন্নতি প্রদান করা হয়।

২০২১ সালের ১৫ জুলাই ছাতকে সহকারী কমিশনার (ভুমি) হিসেবে যোগদান করে এ পর্যন্ত মোহাম্মদ ইসলাম উদ্দিন একজন সৎ কর্মকর্তা হিসেবে সুনামের সহিত ছাতকে দায়িত্ব পালন করে করছেন ।


এএমএল/এমআর

বাংলাদেশ সময়: ২০:৩৬:২৯ ● ১৪৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ