কুয়াকাটায় ইয়াবাসহ যুবক আটক, কারাদণ্ড

হোম পেজ » কুয়াকাটা » কুয়াকাটায় ইয়াবাসহ যুবক আটক, কারাদণ্ড
মঙ্গলবার ● ২০ জানুয়ারী ২০২৬


 

কুয়াকাটায় ইয়াবাসহ যুবক আটক, কারাদণ্ড

সাগরকন্যা প্রতিবেদক, কুয়াকাটা (পটুয়াখালী)

পটুয়াখালীর কুয়াকাটা পৌরসভায় একটি রিসোর্টের কক্ষ থেকে ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে আটক করে মোবাইল কোর্টের মাধ্যমে দণ্ড প্রদান করা হয়েছে। সোমবার (১৯ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে কুয়াকাটা নেস্ট রিসোর্টের ‘পানকৌড়ি’ কক্ষে অভিযান চালিয়ে ডিএনসি পটুয়াখালী ‘খ’ সার্কেল তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে ৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আটক ব্যক্তি মোঃ নাজমুল হাওলাদার (২২)। তিনি পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার রাজপাড়া গ্রামের মৃত আনছার হাওলাদারের ছেলে।

কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসীন সাদেক ভ্রাম্যমাণ আদালতে বিচারক ছিলেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় আসামিকে ২১ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫’শ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযানে পটুয়াখালী ‘খ’ সার্কেল, কলাপাড়া-এর পরিদর্শক মোঃ শাহিনুল কবীর প্রসিকিউশন দাখিল করেন বলেও সূত্র জানিয়েছে।

বাংলাদেশ সময়: ১১:১২:০৬ ● ৪৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ