রাঙ্গাবালীতে গ্লোবালক্লাইমেট এ্যাকশন ডে উদযাপন

প্রথম পাতা » পটুয়াখালী » রাঙ্গাবালীতে গ্লোবালক্লাইমেট এ্যাকশন ডে উদযাপন
শুক্রবার ● ১৫ সেপ্টেম্বর ২০২৩


রাঙ্গাবালীতে গ্লোবালক্লাইমেট এ্যাকশন ডে উদযাপন

কলাপাড়া (পটুয়াখালী) সাগরকন্যা অফিস॥

 

We must end the era of fossil fuels (আমাদেরকে অবশ্যই জীবান্ম জ¦ালানীর যুগ শেষ করতে হবে ) এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাবিশ্বের ন্যায় পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় জলবায়ু পরিবর্তন জনিত বিভিন্ন ক্ষয়ক্ষতির দাবী পূরণসহ বিভিন্ন প্রস্তাবনা নিয়ে বিশ্ব জলবায়ু দিবস পালিত হয়েছে।
গতকাল শুক্রবার (১৫ অক্টোবর) সকালে এ্যম্বেসী অবসুইডেন‘র অর্থায়নে এমজেএফ এর সহযোগিতায় ভিলেজ এডুকেশন রিসোর্স সেন্টার (ভার্ক ) উদ্যোগে কোড়ালিয়া লঞ্চঘাট সংলগ্ন নদী ভাঙ্গন কবলিত ছোটবাইশ দিয়া গ্রামের মানববন্ধন ও আলোচনা অনুষ্ঠিত হয়। এতে অংশ গ্রহন করেন ভিলেজ এডুকেশন রিসোর্স সেন্টার (ভার্ক ) এর কমিউনিটি ভিত্তিক জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন কর্মসূচি (ক্রিয়া) প্রকল্পের সমন্বয়কারী মোঃ মোহসীন তালুকদার, জাগোনারী, প্রদিপ্ত প্রকল্পের সিনিয়র প্রকল্প কর্মকর্তা ভুইয়া মোঃ ফরিদ উদ্দিন, রাঙ্গাবালী প্রেসক্লাবের সাধারন সম্পাদক এম, সোহেল। এছাড়া স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রেসনোট/এমআর

বাংলাদেশ সময়: ১৯:৫৭:৫১ ● ৩৬৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ