গৌরনদীতে দু’গ্রুপের সংঘর্ষে আহত-৫

প্রথম পাতা » বরিশাল » গৌরনদীতে দু’গ্রুপের সংঘর্ষে আহত-৫
বুধবার ● ২৬ জুলাই ২০২৩


গৌরনদীতে  দু’গ্রুপের সংঘর্ষে আহত-৫

গৌরনদী (বরিশাল) সাগরকন্যা প্রতিনিধি॥

বরিশালের গৌরনদীতে পূর্ব শত্রুতার জেরধরে আবুল হোসেন হাওলাদার ও কালু হাওলাদার  গ্রুপের মধ্যে হামলা, পাল্টা হামলা, ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে উভয় পক্ষের ৫জন আহত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের কমলাপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। গুরুতর আহত উভয় পক্ষের ৪ জনকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও স্থাণীয়রা জানায়, উপজেলার কমলাপুর গ্রামের আবুল হোসেন হাওলাদারের সঙ্গে একই গ্রামের কালু হাওলাদারের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। পূর্ব শত্রুতার জেরধরে কালু হালাদারের নেতৃত্বে  ৮/১০ জনে দেশীয় ধারাল অস্ত্র নিয়ে মঙ্গলবার সকালে আবুল হোসেন হাওলাদারের বসত বাড়িতে হামলা চালায়। এ সময় প্রতিপক্ষরা আবুল হোসেনকে (৬৫) পিটিয়ে আহত করে। তখন পাল্টাহামলা চালালে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষে ঘটনা ঘটে। হামলা ও সংঘর্ষে আবুল হোসেন (৬৫), স্ত্রী নাছিমা বেগম (৫৫), ছেলে মাদারীপুর সরকারি কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র রিযাদহাওলাদার (২২) ও প্রতিপক্ষ মনির হোসেন (৪৬)কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
গৌরনদী থানার অফিসার ইনচার্জ (ওসি) আফজাল হোসেন বলেন,  লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এএসআর/এমআর

বাংলাদেশ সময়: ০:১৪:২৪ ● ৮৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ