কয়লা নিয়ে পায়রা বন্দরে জাহাজ এথেনা

প্রথম পাতা » পটুয়াখালী » কয়লা নিয়ে পায়রা বন্দরে জাহাজ এথেনা
শুক্রবার ● ২৩ জুন ২০২৩


কয়লা নিয়ে পায়রা বন্দরে জাহাজ এথেনা

কলাপাড়া (পটুয়াখালী) সাগরকন্যা অফিস॥

পটুয়াখালীর পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের জন্য ৪২ হাজার ২শ’ ৭ মেট্রিক টন কায়লা  নিয়ে পায়রা বন্দরে পৌছেছে মাদার ভ্যাসেল এমভি এথেনা। বৃহস্পতিবার রাত তিনটায় জাহাজটি পায়রা বন্দরের ইনার এনকারেজের পৌছানোর পর সকাল থেকে ৪টি লাইটার জাহাজের মাধ্যমে কায়লা খালাস প্রক্রিয়া শুরু হয়।

পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের প্রকৌশলী জর্জিস তালুকদার জানান, আগামীকাল শনিবার রাত থেকে বিদ্যুৎ কেন্দ্রটির ৬৬০টি মেঘাওয়াট ক্ষমতা সম্পন্ন ১টি ইউনিট বিদ্যুৎ উৎপাদন শুরু করবে এবং জাতীয় গ্রীডে বিদ্যুৎ সরবারহ শুরু করবে। এর মাধ্যমে দেশে চলমান বিদ্যুৎ ঘাটতি পুরুন হবে বলে করছে তারা।

উল্লেখ্য কয়লা সংকটের কারনে দেশের প্রথম বৃহৎ ১৩২০ মেঘাওয়াট ক্ষমতা সম্পন্ন তাপ বিদ্যুৎ কেন্দ্রের ৬৬০ মেঘাওয়াট ক্ষমতার ১টি ইউনিটের বিদ্যুৎ উৎপাদন ২৫ মে বন্ধ হয়ে হয়ে যায়। এর দশদিন পর ৫ জুন ২য় ইউনিটটিও বন্ধ হয়ে যায়।

জেআর/এমআর

বাংলাদেশ সময়: ২২:০৭:১৫ ● ৯৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ