সাংবাদিক নাদিম হত্যার বিচার দাবিতে তজুমদ্দিনে মানববন্ধন

প্রথম পাতা » গণমাধ্যম » সাংবাদিক নাদিম হত্যার বিচার দাবিতে তজুমদ্দিনে মানববন্ধন
সোমবার ● ১৯ জুন ২০২৩


সাংবাদিক নাদিম হত্যার বিচার দাবিতে তজুমদ্দিনে মানববন্ধন

তজুমদ্দিন (ভোলা) সাগরকন্যা প্রতিনিধি॥

দৈনিক মানবজমিন ও ৭১ টেলিভিশনের জামালপুর জেলার বকশীগঞ্জ প্রতিনিধি গোলাম রাব্বানী নাদিম এর হত্যার প্রতিবাদে ও এ ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে ভোলার তজুমদ্দিন উপজেলা মানববন্ধন করেছেন সাংবাদিকরা।
সোমবার (১৯ জুন) সকাল ১১টায় তজুমদ্দিন উপজেলা গেটের সামনে তজুমদ্দিন সাংবাদিক ইউনিয়নের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে চলাকালে বক্তব্য দেন তজুমদ্দিন প্রেসক্লাবের সাবেক সভাপতি রফিকুল ইসলাম সাদি, সাধারণ সম্পাদক এম নুরুন্নবী,সাংবাদিক ইউনিয়নের সভাপতি সেলিম রেজা, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক সাদির হোসেন রাহিম সহ আরো অনেকে।
বক্তারা, সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের মুখোমুখি করার দাবি জানান।


আরএস/এমআর

বাংলাদেশ সময়: ২১:৪২:৪৩ ● ১৫৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ