বাবুগঞ্জে বিনামূল্যে বীজ সার ও নারিকেল চারা বিতরণ

প্রথম পাতা » বরিশাল » বাবুগঞ্জে বিনামূল্যে বীজ সার ও নারিকেল চারা বিতরণ
সোমবার ● ১৯ জুন ২০২৩


বাবুগঞ্জে বিনামূল্যে বীজ সার ও নারিকেল চারা বিতরণ

বাবুগঞ্জ (বরিশাল) সাগরকন্যা প্রতিনিধি॥

বরিশালের বাবুগঞ্জে ৭শত কৃষকের মাঝে বিনামূল্যে আমন ধানের বীজ ও সার বিতরণের উদ্বোধন করা হয়েছে।

সোমবার সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হলরুমে ২০২২-২৩ অর্থ বছরে কৃষি প্রণোদনার আওতায় খরিপ-২ মৌসুমে উফশী রোপা আমন ধান উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র, প্রান্তিক কৃষকদের মাঝে ধানের বীজ ও সার বিতরণের উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার নুসরাত ফাতিমা।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ মামুনুর রহমান এর সভাপতিত্বে বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ ওবায়দুল্লাহ, পরিসংখ্যান কর্মকর্তা সালাম সিকদার, মাধবপাশা ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান, বাবুগঞ্জ উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক আরিফ হোসেন, উপ সহকারি কৃষি কর্মকর্তা সুরুজ সিকদার, মোঃ সুমন, রাইসুল ইসলাম ওমর প্রমুখ।

এসময় প্রত্যেক কৃষককে ৫ কেজি আমন ধানের বীজ, ১০ কেজি ড্যাপ ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়েছে।

পরে ২০২২-২৩ অর্থ বছরে নারিকেল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ৫০০জন কৃষকের মাঝে ২৫শত নারিকেল গাছের চারা বিতরণের উদ্বোধন করা হয়।


এএ/এমআর

বাংলাদেশ সময়: ২১:৩৭:৪৯ ● ৮১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ