গোপালগঞ্জে ভিটামিন ‘এ’প্লাস ক্যাম্পেইন কর্মশালা

প্রথম পাতা » ব্রেকিং নিউজ » গোপালগঞ্জে ভিটামিন ‘এ’প্লাস ক্যাম্পেইন কর্মশালা
বুধবার ● ১৪ জুন ২০২৩


গোপালগঞ্জে ভিটামিন ‘এ’প্লাস ক্যাম্পেইন  কর্মশালা

গোপালগঞ্জ সাগরকন্যা প্রতিনিধি॥

গোপালগঞ্জে জাতীয় ভিটামিন ‘এ’প্লাস ক্যাম্পেইন ২০২৩ উপলক্ষে সাংবাদিকদের সাথে ওরিয়েন্টশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ জুন) সকাল ১০টায় সিভিল সার্জন অফিসে সম্লেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা: নিয়াজ মোহাম্মদ ।
এ বছর জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে জেলায় ৬ থেকে ১১ মাস বয়সের ২৭ হাজার ৩৩৮জন ও ১২ মাস থেকে ৫৯ মাস বয়সের ১ লাখ ৬২ হাজার ৯৭৫ জন শিশুকে  অর্থাৎ মোট ১লাখ ৯০হাজার ৩১৩ জন শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খায়ানো হবে। এর মধ্যে সদর উপজেলায় ৪৭ হাজার ৫৬৯ জন, কাশিয়ানী ৩৭ হাজার, কোটালীপাড়া ৩২ হাজার ২৮৫জন, মুকসুদপুর ৪৭ হাজার ৩৩৫ জন, টুঙ্গিপাড়া ১৫ হাজার ৮৩১ জন ও গোপালগঞ্জ পৌরসভায় ১০ হাজার ২৯৩ জন শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়নো হবে।
জেলায় ৭টি স্থায়ী কেন্দ্র ১ হাজার ৭০৯টি অস্থায়ী কেন্দ্রসহ মোট ১হাজার ৭১৬টি কেন্দ্রে এসব ক্যাপসুল খাওয়ানো হবে। কর্মশালায় সঞ্চলনা করেন মেডিকেল অফিসার ডা: সাকিবুল হাসান।

এইচবি/এমআর

বাংলাদেশ সময়: ২০:৫২:০৮ ● ৯০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ