তালতলীতে গাঁজাসহ নারী মাদক বিক্রেতা গ্রেফতার

প্রথম পাতা » বরগুনা » তালতলীতে গাঁজাসহ নারী মাদক বিক্রেতা গ্রেফতার
মঙ্গলবার ● ২৩ মে ২০২৩


তালতলীতে গাঁজাসহ নারী মাদক বিক্রেতা গ্রেফতার

আমতলী (বরগুনা) সাগরকন্যা প্রতিনিধি॥

বরগুনার তালতলীতে তিন কেজি গাঁজাসহ শাহিনুর  বেগম (২৮) নামের এক নারী মাদক বিক্রেতাকে  গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার বেলা সাড়ে ১০ টার দিকে উপজেলার বড় অংকুজানপাড়া এলাকায় অভিযান চালিয়ে ওই নারীকে গ্রেপ্তার করা হয়। আটক শাহিনুর বেগম উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের বড় অংকুজানপাড়া এলাকার রফিকের স্ত্রী।
পুলিশ সুত্রে জানাগেছে, উপজেলার বড় অংকুজান পাড়া গ্রামের রফিকের স্ত্রী শাহিনুর বেগম দীর্ঘদিন ধরে মাদক বিক্রি করে আসছে। মঙ্গলবার বেলা সাড়ে ১০ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাখাওয়াত হোসেন তপুর নেতৃত্বে বড় অংকুজান পাড়া গ্রামে অভিযান চালানো হয়। এ সময় মাদক বিক্রেতা শাহিনুর  বেগম গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে পুলিশ তল্লাশি চালিয়ে তার ঘর থেকে তিন কেজি গাঁজা উদ্ধার করেছে।
তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, মাদক বিক্রেতা নারীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।  আগামীকাল ওই নারীকে আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হবে।

এমএইচকে/এমআর

বাংলাদেশ সময়: ২২:১৭:০০ ● ৭৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ