পিরোজপুর সহাস্ত্রাধিক পরিবারের ঈদ পালন

প্রথম পাতা » পিরোজপুর » পিরোজপুর সহাস্ত্রাধিক পরিবারের ঈদ পালন
শুক্রবার ● ২১ এপ্রিল ২০২৩


পিরোজপুর সহাস্ত্রাধিক পরিবারের ঈদ পালন

পিরোজপুর সাগরকন্যা প্রতিনিধি॥

ঈদের আগের দিন সৌদি আরবের সাথে মিল রেখে ঈদ পালন করছেন পিরোজপুরের ১০  গ্রামের সহ¯্রাধীক পরিবার। শুক্রবার (২১ এপ্রিল) ওই সব পরিবার ঈদ পালন করছেন বলে জানা গেছে। সৌদী আরবের সাথে মিল রেখে এসব পরিবার ঈদ পালন করছেন বলে তারা জানান। জানা গেছে, জেলার মঠবাড়িয়া উপজেলার ৬ গ্রাম, কাউখালী উপজেলার ১টি গ্রাম, নাজিরপুরের ১টি গ্রাম, পিরোজপুর সদরের ২টি গ্রাম এ ঈদ উৎসব পালন হচ্ছে।
স্থানীয় একাধীক সূত্রে জানা গেছে, জেলার মঠাবাড়িয়া উপজেলার সাপলেজা ইউনিয়নের ভাইজোড়া, কচুবাড়িয়া, সাপলেজা, ঝাটিবুনিয়া, খেতাছিড়া ও চকরগাছিয়া এ ৬ গ্রামের প্রায় ৬ শতাধিক, জেলার কাউখালী উপজেলার  বেতকা, শিয়ালকাঠী ও পারসাতুরিয়া ইউনিয়নের প্রায় ৭৫/৮০ পরিবার, জেলার নাজিরপুর উপজেলার শেখমাটিয়া ইউনিয়নের খেজুরতলা গ্রামের ৫০ পরিবার, জেলার সদর উপজেলার কদমতলা ইউনিয়নের কদমতলা ও একপাই জুজখোলা গ্রামের  প্রায় ৬০ পরিবার  ঈদ পালন করছেন।

কাউখালী উপজেলার শিয়ালকাঠী ইউনিয়নের বেলতলা গ্রামের ইউপি বেলায়েত হোসেন  জানান, বেলতলার মোল্লা বাড়ি জামে মসজিদের ঈদের নামাজের ইমামতি করেন ওই মসজিদের ইমাম মাওলানা মহিউদ্দিন পান্না সিকদার। সেখানে সকাল সাড়ে ৮টায় ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়। এখানে বিভিন্ন গ্রামের প্রায় শতাধীক পুরুষ ঈদের নামাজ আদায় করেছেন।

জানা গেছে, জেলার মঠবাড়িয়ায় শুক্রবার (২১ এপ্রিল) ৬ শতাধীক পবরবার ঈদ পালন করেন। আর এ উপলক্ষে   ওই দিন উপজেলার সাপলেজা ইউনিয়নের ভাইজোড়া, কচুবাড়িয়া, মাপলেজা, ঝাটিবুনিয়া, চরকগাছিয়া, খেতাছিড়া,  সদর ইউনিয়নের সবুজ নগর এ ৭ গ্রামে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, খন্দকার বাড়ি জামে মসজিদে ঈদের নামাজ আদায় হয় শুক্রবার (২১ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে। সাবেক চেয়ারম্যান শামসুল আলম খন্দকার জানান, সৌদি আরবের সাথে মিল রেখে ওই দিন স্থানীয় ৭টি মসজিদে ঈদ-উল-ফিতরের নামাজের জামায়াত অনুষ্ঠিত হয়েছে। জেলার নাজিরপুরের শেখমাটিয়া ইউনিয়নের খেজুরতলা ইউপি সদস্য মো. বাবুল খান জানান, তারা প্রায় অর্ধশত পরিবারের ৬০ নারী ও পুরুষ স্থানীয় খেজুরতলা বাজারের আল-আমি মসজিদে শুক্রবার (২১ এপ্রিল) সকাল ৯টায় ঈদের নামাজ আদায় করেছেন। ওই নামাজে ইমামতি করেন  স্থানীয় স্কুল শিক্ষক মাওলানা মো. কামরুজ্জামান।  তারা  গত ১৪ বছর  ধরে এ মসজিদে ঈদের   নামাজ জামায়াতের সাথে আদায় করছেন। তিনি আরো জানান, তারা  সৌদি আরবের সাথে মিল রেখে রোজা শুরু করেছিলেন। আর সে অনুযায়ী বৃহস্পতিবার (২০ এপ্রিল) তাদের ২৯টি রোজা পূর্ণ হওয়ায় আজ শুক্রবার (২১এপ্রিল)  তারা সৌদি আরবের সাথে মিল রেখে ঈদ-উল-ফিতরের নামাজ আদায় করছেন। ওই মসজিদের নামাজ পড়তে আসেন পার্শ্ববর্তী বাগেরহাটের কচুয়া উপজেলা থেকে ১০-১২জন মুসল্লি। সরেজমিনে সেখানে গিয়ে দেখা গেছে, মসজিদের সামনের অংশে নামাজ আদায় করছেন পুরুষ মুসল্লিরা। আর পিছনের অংশে নামাজ আদায় করছেন নারীরা। ওই নামাজে অংশ নেয়া স্থানীয় নারী ইউপি সদস্য রিক্তা বেগম জানান, ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে সকলের সাথে নামাজ আদায় করছি। নামাজ শেষে ঈমামের নেতৃত্বে বিশ্বের সকল নর-নারীর মঙ্গল কমনা করে দেয়া করা হয়।
উল্লেখ্য, শুরেশ্বর পীরের অনুসারীরা প্রতি বছর সৌদি আরবের সাথে মিল রেখে রমজান (ঈদ-উল-ফিতর) ও কোরবানীর (ঈদ-উল-আযহা) দুই ঈদ পালন করে থাকেন।

আরএইচএম/এমআর

বাংলাদেশ সময়: ২৩:০৫:২২ ● ৬২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ