নেছারাবাদে বীর মুক্তিযোদ্ধা রব সিকদারের ইন্তেকাল

প্রথম পাতা » পিরোজপুর » নেছারাবাদে বীর মুক্তিযোদ্ধা রব সিকদারের ইন্তেকাল
বৃহস্পতিবার ● ৬ এপ্রিল ২০২৩


নেছারাবাদে বীর মুক্তিযোদ্ধা রব সিকদারের ইন্তেকাল

নেছারাবাদ (পিরোজপুর) সাগরকন্যা প্রতিনিধি॥

নেছারাবাদ উপজেলার গুয়ারেখা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ,ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদের  কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুর রব সিকদার (৭৭) আর নেই। তিনি গত বুধবার সন্ধ্যা ৭ টায় ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে…রাজেউন)।
মৃত্যুকালে স্ত্রী, দুই ছেলে ও তিন মেয়েসহ বহু গুনগ্রাহী রেখে গেছেন। ৬ এপ্রিল (বৃহস্পতিবার) যোহর বাদ রাজবাড়ি ডিগ্রি কলেজ মাঠে উপজেলা নির্বাহী অফিসার মো. মাহাবুব উল্লাহ মজুমদারের নেতৃত্বে পুলিশের একটি চৌকশ দল এ বীর মুক্তিযোদ্ধার প্রতি রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন করেন। পরে জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
তার মৃত্যুতে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম, সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ মো.শাহ আলম, উপজেলা চেয়ারম্যান আব্দুল হক, ইউএনও মো. মাহাবুব উল্লাহ মজুমদার, পৌর মেয়র মো. গোলাম কবির,  জেলা  ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দ, স্বরূপকাঠি প্রেসক্লাব নেতৃবৃন্দ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দসহ সমাজের বিশিষ্টজনেরা গভীর শোক প্রকাশ করেন।


আরএ/এমআর

বাংলাদেশ সময়: ২৩:৩৩:৩৪ ● ১৬৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ