রাঙ্গাবালীর বিভিন্ন পর্যটন এলাকা পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী

প্রথম পাতা » পটুয়াখালী » রাঙ্গাবালীর বিভিন্ন পর্যটন এলাকা পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী
মঙ্গলবার ● ১৪ মার্চ ২০২৩


রাঙ্গাবালীর বিভিন্ন পর্যটন এলাকা পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী

গলাচিপা (পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী  মোঃ মাহবুব আলী (এমপি) সংশ্লিষ্ট সচিবসহ প্রশাসনিক একটি টিম পটুয়াখালী জেলার দুর্গম গলাচিপা রাঙ্গাবালী উপজেলার সোনার চর ও চর হেয়ার কলাগাছিয়া পর্যটন স্থান সমূহ ঘুরে দেখেন। এর আগে মঙ্গলবার সকাল দশটায় গলাচিপা জেলা পরিষদ ডাকবাংলো ও ফেরি ঘাটে উপজেলা প্রশাসন ও নির্বাহী অফিসার মহিউদ্দীন আল হেলাল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা টিটো, পৌর মেয়র আহসানুল হক তুহিন, অফিসার ইনচার্জ সুনিত কুমার গায়েণ,গলাচিপা  প্রেসক্লাব সভাপতি সমিত কুমার দত্ত মলয়, সিনিয়র সাংবাদিক  খালিদ হোসেন মিল্টন ও উপজেলা সরকারি সকল কর্মকর্তাগণ ফুলের শুভেচ্ছা দিয়ে অভিনন্দন জানান।
পরে প্রতিমন্ত্রী স্প্রিড বোট যোগে রাঙ্গাবালীর উদ্দেশ্যে যাত্রা করে, বঙ্গোপসাগর সংলগ্ন সোনার চর, চর হেয়ার কলাগাছিয়া পর্যটন স্থান সমূহ পরিদর্শন করে । প্রতিমন্ত্রী সাংবাদিকদের জানান, বর্তমান সরকার দেশের দক্ষিণ অঞ্চলের উন্নয়ন পরিকল্পনা নিয়ে পায়রাবন্দর সমূহ বড় বড় মেগা প্রকল্প কাজ বাস্তবায়নে এগিয়ে চলছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগ সরকার দক্ষিণ অঞ্চলকে অর্থনৈতিক জোন হিসেবে, বিভিন্ন মন্ত্রণালয় ও দেশের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে।


এসডি/এমআর

বাংলাদেশ সময়: ২১:০৮:৩২ ● ৭৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ