দুমকিতে নাতির বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যুর খবরে নানীর মৃত্যু!
প্রথম পাতা »
পটুয়াখালী »
দুমকিতে নাতির বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যুর খবরে নানীর মৃত্যু!
সোমবার ● ৩০ জানুয়ারী ২০২৩
দুমকি(পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥
পটুয়াখালীর দুমকিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে খালিদ হাসান নামে এক নাতির মৃত্যুর খবরে হৃদক্রিয়া বন্ধ হয়ে তার নানী কুলসুম বেগম(৬৫) মৃত্যু ঘটেছে। সোমবার (৩০ জানুয়ারি) বেলা ১১টার দিকে পটুয়াখালী সদর উপজেলার মৌকরণ ইউনিয়নের পারকার্ত্তিকপাশা গ্রামে নানাবাড়িতে বেড়াতে গিয়ে মাছ শিকার কালে নাতি খালিদ হাসানের বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু হয়। নাতির এমন আকস্মিক মৃত্যুর খবর শুনে তার বৃদ্ধা নানী কুলসুম বেগম জ্ঞান হারিয়ে ফেলে ও মৃত্যু ঘটে। নিহত যুবক খালিদ হাসানের বাড়ি দুমকি উপজেলার আংগারিয়া ইউনিয়নের জলিশা গ্রামে। তার পিতার নাম হাফেজ মোহাম্মদ রফিকুল ইসলাম।
স্থানীয়রা জানান, বৈদ্যুতিক সংযোগ ব্যবহারে মাছ শিকার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই খালিদ হাসানের মৃত্যু ঘটে । কুরআনে হাফেজ নাতি খালিদ হাসানের আকস্মিক মৃত্যুর খবর শুনে হৃদক্রিয়া বন্ধ হয়ে তার নানী কুলসুম বেগমেরও মৃত্যু হয়েছে। নাতি ও নানীর আকস্মিক মৃত্যুর ঘটনায় দু‘পরিবারে শোকের মাতম চলছে। দুমকি থানার অফিসার ইনচার্জ আব্দুস সালাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ মো: মনিরুজ্জামান বলেন, ঘটনাস্থল সদর থানায় হলেও নিহত যুবকের লাশ দুমকি থানার জলিশা গ্রামের বাড়িতে নিয়ে গেছে।
এমআর
বাংলাদেশ সময়: ২২:০৯:১২ ●
১৯২ বার পঠিত
(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)