কাউখালীতে দূর্গোৎসবে বস্ত্র বিতরণ

প্রথম পাতা » পিরোজপুর » কাউখালীতে দূর্গোৎসবে বস্ত্র বিতরণ
বুধবার ● ৫ অক্টোবর ২০২২


কাউখালীতে দূর্গোৎসবে বস্ত্র বিতরণ

কাউখালী(পিরোজপুর)সাগরকন্যা প্রতিনিধি॥

পিরোজপুরের কাউখালীতে উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ মিঞা মনু’র প্রতিষ্ঠিত আঃ ছালেক মিঞা ফাউন্ডেশনের উদ্যোগে উপজেলার পাঁচটি ইউনিয়নের ২৩টি মন্দিরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে শাড়ি, লুঙ্গি বিতরণ করা হয়েছে।

এ উপলক্ষে বুধবার সকালে কাউখালী শ্রীশ্রী মদন মোহন জিউর আখড়াবাড়ি প্রাঙ্গনে এ  শাড়ি-লুঙ্গি বিতরন করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ও জাতীয় পার্টি জেপি’র সভাপতি আবু সাঈদ মিঞা মনু, উপজেলা নির্বাহী অফিসার মোছা.খালেদা খাতুন রেখা,উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মনিরুজ্জামান তালুকদার পল্টন, কাউখালী থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. বনি আমিন. উপজেলা ভাইস চেয়ারম্যান মৃদুল আহম্মেদ,  জাতীয় পার্টি জেপি’র সাধারন সম্পাদক মনজুরুল মাহাফুজ পায়েল, ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন সিকদার,ইউপি চেয়ারম্যান মো.জাহাঙ্গীর হোসেন,ইউপি চেয়ারম্যান মো. মোস্তাফিজুর রহমান, বাংলাদেশ পূজা উদযাপন কমিটির উপজেলা শাখার সাধারন সম্পাদক সুব্রত রায়, শ্রীশ্রী মদন মোহন জিউর আখড়াবাড়ি মন্দিরের সাধারন সম্পাদক অধ্যক্ষ অলোক কর্মকার প্রমুখ এ ছাড়া  সকল মন্দির কমিটির প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আবু সাঈদ মিঞা মনু  বলেন, এ বছরও আঃ ছালেক মিঞা ফাউন্ডেশন সনাতন ধমাবলম্বী দুস্থ-অসহায়দের মাঝে শাড়ি-লুঙ্গী ও নতুন জামা-কাপড় বিতরণ করছে। শারদীয় দুর্গাপূজা যাতে সনাতন ধর্মের অসহায় মানুষেরা আনন্দের সাথে স্বাচ্ছন্দভাবে উদযাপন করতে পারেন এরজন্য এই আয়োজন।

আরএইচআর/এমআর

বাংলাদেশ সময়: ২০:০৬:০৫ ● ২১১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ