চরফ্যাশনে পাতিহাঁসের কালো ডিম!

প্রথম পাতা » ব্রেকিং নিউজ » চরফ্যাশনে পাতিহাঁসের কালো ডিম!
মঙ্গলবার ● ২৭ সেপ্টেম্বর ২০২২


চরফ্যাশনে পাতিহাঁসের কালো ডিম!

চরফ্যাশন (ভোলা) সাগরকন্যা প্রতিনিধি॥

চরফ্যাশন উপজেলায় কালো ডিমপাড়া সেই হাঁসটি অসুস্থ হয়ে পড়েছে। বিগত ৫দিন কোন ডিম দেয়নি। মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) সকালে এ তথ্য জানিয়েছেন হাঁসের মালিক মো. আব্দুল মতিন।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার উপজেলার জিন্নাগড় ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডে আব্দুল মান্নান রাঢ়ি বাড়ির মতিনের স্ত্রী তাসলিমা বেগমের পালন করা ১১টি হাঁসের মধ্যে একটি হাঁস দুটি কালো ডিম দেয়। বুধবার সকালে তাসলিমা বেগম হাঁসের খোয়ার(ঘর)থেকে হাঁসগুলো ছেড়ে দিতে গেলে এই কালো ডিম দেখে প্রথমে ভয় পেয়ে যান। পরে বাড়ির লোকজনকে বিষয়টি জানালে মুহূর্তের মধ্যে খবরটি এলাকায় ছড়িয়ে পড়ে। ডিমটি দেখতে এলাকাবাসী ওই বাড়িতে ভিড় জমায়।
চরফ্যাশন উপজেলা উপসহকারী প্রাণি সম্পদ কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, ‘বুধবার হাঁসের কালো ডিম দেওয়ার বিষয়টি জানার পর আমরা ওই বাড়িতে গিয়ে এর সত্যতা পেয়েছি। তবে সেটি প্রথম দিনের তুলনায় কালো কিছুটা কম। আমরা বিষয়টি পর্যবেক্ষণে রেখেছি। আরও এক সপ্তাহ দেখার পর এ ডিমগুলো ঢাকায় প্রাণিসম্পদের পরীক্ষাগারে পাঠানো হবে।’

এএইচ/এমআর

বাংলাদেশ সময়: ২২:২০:১২ ● ১৫২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ