সড়ক দূর্ঘটনায় নিহতদুমকির মুক্তিযোদ্ধা আলতাফ হাওলাদারের দাফন সম্পন্ন

প্রথম পাতা » পটুয়াখালী » সড়ক দূর্ঘটনায় নিহতদুমকির মুক্তিযোদ্ধা আলতাফ হাওলাদারের দাফন সম্পন্ন
শুক্রবার ● ২৩ সেপ্টেম্বর ২০২২


সড়ক দূর্ঘটনায় নিহত- দুমকির মুক্তিযোদ্ধা আলতাফ হাওলাদারের দাফন সম্পন্ন

দুমকি (পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥

পটুয়াখালীর দুমকিতে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় নিহত  বীর মুক্তিযোদ্ধা আলতাফ হাওলাদারকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে।

শুক্রবার (২৩ সেপ্টেম্বর) সকাল ৯টায় উপজেলার পাঙ্গাসিয়া তেতুলবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গার্ড অব অনার শেষে তাকে তার নিজ পারিবারিক করস্থানে সমাহিত করা হয়।
মরহুমের নামাজে জানাজায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল ইমরান, থানা পুলিশের এস আই সাকায়েত, জেলা পরিষদ প্রশাসক বীর মুক্তিযোদ্ধ খলিলুর রহমান মোহন , সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ও আংগারিয়া ইউপি চেয়ারম্যান সৈয়দ গোলাম মুর্তজা, সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ মিয়া, বীর মুক্তিযোদ্ধ আব্দুল মজিদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ সরকারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ জানাযায় অংশ নেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি স্ত্রী, ছয় ছেলে, নাতী-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
উল্লেখ্য, গতবৃহস্পতিবার সন্ধ্যা পৌণে ৬টায় দুমকি উপজেলা প্রশাসনের এক অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে বরিশাল-পটুয়াখালী মহাসড়কের বদরপুর বাসস্ট্যান্ডে রাস্তা পারাপারকালে মোটরসাইকেল চাপায় গুরুতর আহত হন। তাকে অজ্ঞান অবস্থায় পটুয়াখালী হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তার মৃত্যু ঘোষণা করেন।

এমআর

বাংলাদেশ সময়: ২১:২৬:২২ ● ৩০৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ