দশমিনায় অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান

প্রথম পাতা » পটুয়াখালী » দশমিনায় অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান
বুধবার ● ১০ আগস্ট ২০২২


দশমিনায় অবৈধ স্থপনা উচ্ছেদে অভিযান

দশমিনা(পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥

পটুয়াখালীর দশমিনায় উপজেলা প্রশাসনের উদ্যোগে দশমিনা সদর বাজারে দুইটি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মহিউদ্দিন আল হেলাল। বুধবার দুপুর ১২টা থেকে শুরু করে ২টা পর্যন্ত এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।
জানা যায়, দীর্ঘদিন থেকে দশমিনা সদর ইউনিয়নের বাজারের টলঘরে অবৈধ মুরগীর দোকান ও নলখোলা ব্রীজের ঢালে  সরকারি জায়গা দখল করে দোকান নির্মাণ করে ভোগ দখল করে আসছিল। এসব জায়গা অবৈধ দখলদারদের হাত থেকে উদ্ধারের জন্য উপজেলা প্রশাসনের উদ্যোগে উচ্ছেদ অভিযান চালানো হয়।
এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন আল হেলাল বলেন, কেউ সরকারি জায়গা দখল করে রাখতে পারবে না। যারা দখল করবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এসবি/এমআর

বাংলাদেশ সময়: ১৯:৩০:২৩ ● ১৪১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ