গলাচিপায় শেখ কামালের জন্মবার্ষিকি পালিত

প্রথম পাতা » পটুয়াখালী » গলাচিপায় শেখ কামালের জন্মবার্ষিকি পালিত
শুক্রবার ● ৫ আগস্ট ২০২২


গলাচিপায় শেখ কামালের জন্মবার্ষিকি পালিত

গলাচিপা (পটুয়াখালী)সাগরকন্যা  প্রতিনিধি॥

পটুয়াখালীর গলাচিপায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩তম জন্ম-বার্ষিকি পালিত হয়েছে।শুক্রবার সকাল সাড়ে ৯টায় উপজেলা প্রশাসনের আয়োজনে শেখ কামালের প্রতিকৃতিতে উপজেলা প্রশাসন, পুলিশ বাহিনী, মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা আওয়ামী লীগ, প্রেস ক্লাব, শিক্ষা প্রতিষ্ঠিানসহ সামাজিক সংগঠন পুস্পস্থবক অর্পণ করে। সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমারের সভাপতিত্বে ক্যাপ্টেন শেখ কামলের জীবনাদর্শন নিয়ে আলোচনা সভা অনুুষ্ঠিত হয়।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি হাজী মজিবুর রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ওয়ানা মার্জিয়া নিতু, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মেজবাউদ্দিন, থানা অফিসার ইনচার্জ (ওসি) এম আর শওকত আনোয়ার ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্ত আরজু আক্তার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম মোস্তফা, প্রাথমিক শিক্ষা অফিসার মীর রেজাউল ইসলাম ,উপজেলা মৎস্য অফিসার মো. জহিরুন্নাবী,
গোলখালী ইউপি চেয়ারম্যান মো. নাসির উদ্দন, ডাকুয়া ইউপি চেয়ারম্যান বিশ্বজিৎ রায় ও পল্লী উন্নয়ন কর্মকর্তা মো.মাহবুব হাসান শিবলী প্রমুখ। শেখ কামালের জীবন দর্শন,
ক্রীড়া সংস্কৃতি ও তাঁর জীবন বিষয়ে নুতন প্রজন্মের মাঝে তুলে ধরার জন্য উপস্থিত সকলের প্রতি সভাপতি অনুরোধ জানান। এছাড়াও মসজিদ, মন্দিরে দোয়া প্রার্থনা হয়। অপর দিকে উপজেলা আওয়ামী লীগ ক্যাপ্টেন শহীদ শেখ কামালের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে কর্মসূচি নেয়া হয়।


এসডি/এমআর

বাংলাদেশ সময়: ২২:৪১:১৬ ● ৩৩৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ