কুয়াকাটায় সাংবাদিকদের নিয়ে তিনদিনের কর্মশালা

প্রথম পাতা » কুয়াকাটা » কুয়াকাটায় সাংবাদিকদের নিয়ে তিনদিনের কর্মশালা
শনিবার ● ২ মার্চ ২০১৯


---

কুয়াকাটা সাগরকন্যা রিপোর্ট॥
কলাপাড়া উপজেলায় কমর্রত টেলিভিশন ও প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মীদের নিয়ে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট এর আয়োজনে তিন দিনব্যাপী কুয়াকাটায় কর্মশালা শুরু হয়েছে। শনিবার সকাল ১০ টায় কুয়াকাটা ইলিশ পার্ক মিলনায়তনে ‘শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম প্রকল্প (৫ম পর্যায়)’ বিষয়ক কর্মশালার উদ্বোধন করেন জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের পরিচালক (প্রশিক্ষণ ও প্রকৌশল) মো. নজরুল ইসলাম। সূচনা বক্তব্য রাখেন গণমাধ্যম ইনস্টিটিউটের উপ-পরিচালক (এডমিন) সৈয়দ জাহিদুল ইসলাম, আব্দুস সালাম প্রমুখ।
স্বাস্থ্য বিষয়ক দ্বিতীয় সেশনে নবজাতকের স্বাস্থ্য পরিচর্যা বিষয় আলোচনা করেন ডা. আমিনুল ইসলাম। বক্তব্য রাখেন কলাপাড়া প্রেসক্লাব সভাপতি মেজবাহউদ্দিন মাননু, কুয়াকাটা প্রেসক্লাব সভাপতি এএম মিজানুর রহমান বুলেট আকন, গণমাধ্যম কর্মী সুজন মৃধা প্রমুখ। কর্মশালায় মোট ৩০ জন সাংবাদিক অংশগ্রহণ করেন।

বাংলাদেশ সময়: ১৪:০৪:৪১ ● ৫৪৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ