পিরোজপুরে জাল টাকার ব্যবসায়িকে ১৪বছর কারাদন্ড!

প্রথম পাতা » পিরোজপুর » পিরোজপুরে জাল টাকার ব্যবসায়িকে ১৪বছর কারাদন্ড!
সোমবার ● ২৫ জুলাই ২০২২


পিরোজপুরে জাল টাকার ব্যবসায়িকে ১৪বছর কারাদন্ড!

পিরোজপুর সাগরকন্যা প্রতিনিধি॥

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার জাল টাকার ব্যবসায়ী জাকির হোসেন হাওলাদারকে (৪০) ১৪ বছরের সশ্রম কারাদন্ডাদেশ দিয়েছে আদালত। সেই সাথে আসামীকে আরো ৩ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৩ মাসের বিনাশ্রম কারদন্ডাদেশ প্রদান করা হয়।দন্ডপ্রাপ্ত প্রাপ্ত আসামী জাকির হোসেন হাওলাদার জেলার ভান্ডারিয়া উপজেলার ইকরি গ্রামের মৃত মোনাজ উদ্দিন হাওলাদারের পুত্র।
রবিবার (২৪ জুলাই) বেলা ১২ টায় পিরোজপুরের বিশেষ ট্রাইব্নুাল নং-২ আদালতের বিচারক এস এম নুরুল ইসলাম এ আদেশ দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবি এপিপি মোঃ জহুরুল ইসলাম জানান, মামলার নথিসূত্রে জানা যায়, ২০১৬ সালের ২৯ নভেম্বর ভান্ডারিয়া থানা পুলিশ ইকরি বাজার থেকে জাল টাকা ক্রয়-বিক্রয়ের সময়ে আসামী জাকির হোসেন হাওলাদারকে আটক করে। পরে জাকির হোসেনের দেয়া তথ্য মতে তার বাড়িতে অভিযান চালিয়ে ৫০ হাজার টাকার জাল নোট উদ্ধার করে পুলিশ। পরে পুলিশ জাকিরকে আসামী করে থানায় মামলা দায়ের করে এবং মামলার তদন্তকারী কর্মকর্তা ২০১৭ সালের ১৪ মে জাকির হোসেন হাওলাদারকে অভিযুক্ত করে মামলার চার্জশীট দেন। এ মামলায় সাক্ষীদের সাক্ষ শেষে আদালতের বিচারক রবিবার আসামীর উপস্থিতিতে এ রায় প্রদান করেন। মামলায় আসামী পক্ষের আইনজীবি ছিলেন এ্যাডভোকেট মোস্তফা কামাল।


আরএইচএম/এমআর

বাংলাদেশ সময়: ২১:২৬:৩৮ ● ৩৬৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ