ছাতকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের খেজুর বিতরণ

প্রথম পাতা » ব্রেকিং নিউজ » ছাতকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের খেজুর বিতরণ
রবিবার ● ৩ জুলাই ২০২২


ছাতকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের খেজুর বিতরণ

ছাতক(সুনামগঞ্জ) সাগরকন্যা প্রতিনিধি॥

 

সুনামগঞ্জের ছাতক ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্দ্যোগে খেজুর বিতরণ করা হয়েছে। বিগ্রেডিয়ার জেনারেল মঈন উদ্দিন (ডিজি) এর নির্দেশনায় শনিবার (২ জুলাই) ছাতকের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনে দুই হাজার বন্যার্তদের  মাঝে সৌদি আরবীয় উন্নতমানের খেজুর বিতরন করা হয়।

এ অনুষ্টানের উদ্বোধন করেন সিলেট বিভাগীয় ফায়ার সার্ভিসের উপ পরিচালক মো: মনিরুজ্জামান । তিনি বলেন আর্তমানবতার সেবায় বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদা সর্বদা প্রস্তুত। সম্প্রতি বন্যায় লক্ষ লক্ষ মানুষ অসহায় অনাহারে দিন কাটিয়েছে আমরা ফায়ার সার্ভিস আমাদের সাধ্যমত মানুষের পাশে দাড়িয়েছি। আমরা সুনামগঞ্জের প্রায় সব গুলো উপজেলায় ত্রান বিতরণ কার্যক্রম পরিচালনা করেছি। আগামীতে ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত রাখবো।

এসময় উপস্থিত ছিলেন, উপ সহকারী পরিচালক সফিকুল ইসলাম, ওয়ারহাউজ ইন্সপেক্টর আতিকুর রহমান এবং ছাতক ফায়ার স্টেশন অফিসার জালাল আহমদ প্রমুখ।

এএমএল/এমআর

বাংলাদেশ সময়: ২১:৩১:৪২ ● ১১০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ