চাঁদপুর সাগরকন্যা প্রতিনিধি॥
বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি বলেছেন, ছাত্রলীগকে বেশি বেশি জনসেবামূলক কাজ করতে হবে। সবার সঙ্গে সুন্দর আচরণ করতে হবে। ছাত্রলীগ ভাষা আন্দোলন, স্বাধীনতা যুদ্ধসহ নানা আন্দোলন-সংগ্রামে দেশকে এগিয়ে নিতে সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলো। দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ছাত্রলীগকে সবসময় অতীতের মতোই কাজ করতে হবে।
শুক্রবার রাতে চাঁদপুর স্টেডিয়ামে ছাত্রলীগের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, চাঁদপুরে নির্বাচনে ছাত্রলীগ অক্লান্ত পরিশ্রম করেছে। এই সাংস্কৃতিক অনুষ্ঠান একটু হলেও ছাত্রলীগের নেতাদের সেই ক্লান্তি দূর করবে।
বিগত ১০ বছর যেভাবে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের নেতাদের নিয়ে চাঁদপুরের উন্নয়নে পাশে ছিলাম ভবিষ্যতেও এভাবে পাশে থাকবো। তিনি আরঅও বলেন, জননেত্রী শেখ হাসিনা আমাকে যেই দায়িত্ব দিয়েছেন আমি আমার সর্বোচ্চ প্রচেষ্টায় সেসব দায়িত্ব পালনে কাজ করবো। এমন কোনও কাজ করা যাবে না যেটাতে মানুষ অসন্তুষ্ট হন। মানুষের যে চাওয়া-পাওয়া রয়েছে তা পূরণ করতে হবে। বঙ্গবন্ধুর আদর্শকে ধারন করা তার কন্যা শেখ হাসিনার দুরদর্শী চিন্তা ধারায় দেশকে এগিয়ে নিতে চাই।
জেলা ছাত্রলীগের সভাপতি আতাউর রহমান পারভেজের সভাপতিত্বে এবং পৌর ছাত্রলীগের সভাপতি সোহেল রানার পরিচালনায় এ সময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র নাছির উদিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, সহ-সভাপতি জে আর ওয়াদুদ টিপু, শিক্ষা ও মানব কল্যাণ বিষয়ক সম্পাদক জিল্লুর রহমান জুয়েল, জেলা ছাত্রলীগ সাবেক সভাপতি জাহিদুল ইসলাম রোমান, শেখ মোহাম্মদ মোতালেব, জেলা ছাত্রলীগ সহ- সভাপতি তৌহিদুল ইসলাম মিলন,যুগ্ম সাধারন সম্পাদক হাসিবুল হাসান মুন্না, জহির উদ্দিন মিজি, চাঁদপুর সদর উপজেলা ছাত্রলীগ সাধারল সম্পাদক নাসির উদ্দিন, পৌর ছাত্রলীগ সাধারল সম্পাদক জহিরুল ইসলাম রবিন প্রমুখ।
এফএন/এমআর