বামনায় আ’লীগের প্রতিবাদ বিক্ষোভ সমাবেশ

প্রথম পাতা » বরগুনা » বামনায় আ’লীগের প্রতিবাদ বিক্ষোভ সমাবেশ
শনিবার ● ৪ জুন ২০২২


বামনায় আ’লীগের প্রতিবাদ বিক্ষোভ সমাবেশ

বামনা (বরগুনা) সাগরকন্যা প্রতিনিধি॥

 

বরগুনার বামনা উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকীর প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৪ জুন) সকালে বিক্ষোভ মিছিলটি উপজেলার গোল চত্বর থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় গোলচত্বরে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
আওয়ামী লীগের সহ সভাপতি মোশাররফ হোসেন জমাদ্দারের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান সাইতুল ইসলাম লিটু মৃধা,সাংগঠনিক সম্পাদক ও সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এডভোকেট চৌধুরী কামরুজ্জামান ছগীর, সাবেক জেলা পরিষদ সদস্য জাহাঙ্গীর হোসেন মোল্লা সহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ,বঙ্গবন্ধু ফাউন্ডেশন বামনা বরগুনা  সহ অন্যান্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা বলেন, ১৯৭৫ সালের ১৫ আগষ্ট বঙ্গবন্ধুর হত্যাকারীরা এখন আবার সক্রিয় হয়েছে। তারা আরেকটি ১৫ ই আগস্ট এর পুনরাবৃত্তি ঘটাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দিয়েছে।  উপজেলা আওয়ামী লীগের প্রতিটি নেতৃবৃন্দ প্রধানমন্ত্রীর ভ্যানগার্ড হিসেবে কাজ করে যাবে। যেকোন পরিস্থিতিতে আওয়ামীলীগের নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ হয়ে  ওই হুমকীদাতাদের বিরুদ্ধ রুখে দাড়াবে।


এইচআর/এমআর

বাংলাদেশ সময়: ২২:৩০:২৪ ● ৪৩০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ