বিচার দাবীতে মানববন্ধন বামনায় শিক্ষকের কব্জি কেটে ফেলার হুমকি!

প্রথম পাতা » বরগুনা » বিচার দাবীতে মানববন্ধন বামনায় শিক্ষকের কব্জি কেটে ফেলার হুমকি!
বুধবার ● ১১ মে ২০২২


 

বিচার দাবীতে শিক্ষক ও শিক্ষার্থীদের মানববন্ধন।

বরগুনা (বামনা) সাগরকন্যা প্রতিনিধি॥ 

বরগুনার বামনা উপজেলার উত্তর কাকচিড়া মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. হাসানুল কবিরের হাতের কব্জি কেটে ফেলার হুমকি দিয়েছে একই এলাকার জিয়াউল হাসান নামের এক আইনজীবী সহকারী। এ ব্যাপারে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বামনা থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন।

বুধবার বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা অভিযুক্ত জিয়াউল হাসান ও তার সহযোগিদের বিচার দাবীতে উত্তর কাকচিড়া বিদ্যালয় প্রঙ্গনে মানববন্ধন করেছে।

জানাযায়, বিদ্যালয়ের ম্যনেজিং কমিটি গঠন নিয়ে জটিলতা থাকায় বরিশাল শিক্ষাবোর্ড ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে এডহক কমিটি গঠনের নির্দেশ দেন। এ ঘটনাকে কেন্দ্র মঙ্গলবার বিদ্যালয়ের অফিস চলাকালীন আইনজীবী সহকারী জিয়াউল হাসান ওই শিক্ষককের কক্ষে ঢুকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং তাঁর হাতের কব্জি কেটে ফেলার হুমকি দেন।

এ ব্যাপারে জিয়াউল হাসানের সাথে মোবাইলে যোগাযোগের চেষ্টা করলে তিনি তার মোবাইল রিসিভ করেন নি। বামনা থানার অফিসার ইনচার্জ জানান, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. হাসানুল কবির একটি সাধারণ ডায়েরী করেছেন এবং প্রাথমিক তদন্তে ঘটনা সত্যতা পাওয়া গেছে।

বাংলাদেশ সময়: ২০:২৯:৫৮ ● ১৭৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ