ঝালকাঠিতে দুই চেয়ারম্যানসহ ১২ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা

প্রথম পাতা » ঝালকাঠী » ঝালকাঠিতে দুই চেয়ারম্যানসহ ১২ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা
বৃহস্পতিবার ● ২৮ ফেব্রুয়ারী ২০১৯


প্রতীকী ছবি

ঝালকাঠি সাগরকন্যা প্রতিনিধি॥
উপজেলা পরিষদ নির্বাচনে ঝালকাঠির চার উপজেলায় দুই চেয়ারম্যান প্রার্থী ও ১০ ভাইস চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় যাচাই বাছাই শেষে কাগজপত্রে ত্রুটি থাকায় রিটার্নিং কর্মকর্তা তাদের মনোনয়নপত্র বাতিল করে দেন।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, ঝালকাঠির চার উপজেলায় চেয়ারম্যান পদে ১২ জন, ভাইস চেয়ারম্যান পদে ২০জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১৩ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। এদের মধ্যে ঝালকাঠি সদর ও নলছিটি উপজেলায় কারো মনোনয়নপত্র বাতিল হয়নি। কাঁঠালিয়া উপজেলায় দুই চেয়ারম্যান প্রার্থী, তিন ভাইস চেয়ারম্যান প্রার্থী, এক মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী, রাজাপুর উপজেলায় পাঁচজন ভাইস চেয়ারম্যান প্রার্থী ও একজন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়। যাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে, তাঁরা হলেন ঝালকাঠি সদর উপজেলা পরিষদে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী জেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. আরিফুর রহমান খান, দলের বিদ্রোহী প্রার্থী জেলা আওয়ামী লীগের সহসভাপতি সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ রাজ্জাক আলী সেলিম ও সাবেক ভাইস চেয়ারম্যান সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইজ্ঞিনিয়ার মোস্তাফিজুর রহমান। এ উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয় লিয়াকত আলী খান, মহিনউদ্দিন উদ্দিন তালুকদার ও এস এম শামীমেরর। ভাইস চেয়ারম্যান (নারী) পদে ইসরাত জাহান সোনালী, সালমা রহমান, মাহিনুর কাজী ও মাকসুদা বেগমেরও মনোনয়নপত্র বৈধ ঘেষণা করা হয়। নলছিটি উপজেলায় মনোনয়নপত্র বৈধ হয়েছে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী জেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. সিদ্দিকুর রহমান ও দলের বিদ্রোহী প্রার্থী জেলা আওয়ামী লীগের সহসভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট জি কে মোস্তাফিজুর রহমানের। এ উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে শরীফ হোসেন আহমেদ দুলাল, তাজুল ইসলাম চৌধুরী, মফিজুল ইসলাম শাহীন ও গোলাম হোসেন। ভাইস চেয়ারম্যান (নারী) পদে মনোনয়নপত্র দাখিল করেন মোর্শেদা লস্কর, উম্মে হাবিবা ও আয়শা আক্তার রিনার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। রাজাপুরে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি বর্তমান চেয়ারম্যান অধ্যক্ষ মো. মনিরউজ্জামান ও দলের বিদ্রোহী প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি সাবেক চেয়ারম্যান মিলন মাহমুদ বাচ্চুর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। ভাইস চেয়ারম্যান পদে মজিবর মৃধা, সুমন সিকদার ও বাপ্পি মৃধার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র বৈধ হয়েছে আফরোজা আক্তার লাইজু, নাজনীন পাখি ও শাহনাজ লিপির। রাজাপুরে ভাইস চেয়ারম্যান পদে জাকারিয়া সুমন, ফখরুল ইসলাম খান, জিয়া হায়দার খান লিটন, আহসান হাবিব রুবেল ও জাহিদ হোসেন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে নাছরিন আক্তারের মনোনয়নপত্র বাতিল করা হয়। কাঁঠালিয়ায় মনোনয়নপত্র বৈধ হয়েছে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মো. এমাদুল হক মনির, দলের বিদ্রোহী প্রার্থী বর্তমান চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের আহবায়ক গোলাম কিবরিয়া সিকদার, বিএনপি সমর্থক জাহাঙ্গীর হোসেনের। চেয়ারম্যান পদে আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. তরুন সিকদার ও আবদুল জলিল মিয়াজী মনোনয়নপত্র বাতিল করা হয়। ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয় বদিউজ্জামান বদু ও হারুন অর রশীদ জোমাদ্দারের। ভাইস চেয়ারম্যান পদে মাহামুদুল হক নাহিদ, গৌতম চন্দ্র মন্ডল ও মনিরুজ্জামান শহিদ গোলদার মনোনয়নপত্র বাতিল করা হয়। ভাইস চেয়ারম্যান (নারী) পদে মনোনয়নপত্র বৈধ হয়েছে ফাতেমা খাননের এবং বাতিল করা হয়েছেনাজমিন আক্তার তুলির। ফলে নারী ভাইস চেয়ারম্যান পদে ফাতেমা খানম বিনাপ্রতিদ্বন্দ্বিতায় বিজয়ের পথে। তৃতীয় ধাপে আগামী ২৪ মার্চ ঝালকাঠিতে উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১৮:০৪:১৯ ● ৬৯৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ