আমতলীতে বিদ্যুৎস্পৃষ্টে পান চাষি নিহত

প্রথম পাতা » বরগুনা » আমতলীতে বিদ্যুৎস্পৃষ্টে পান চাষি নিহত
বুধবার ● ২৩ মার্চ ২০২২


আমতলীতে বিদ্যুৎস্পৃষ্টে পান চাষি নিহত

আমতলী (বরগুনা) সাগরকন্যা প্রতিনিধি॥

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পান চাষি মোঃ রুহুল আমিন খাঁন নিহত হয়েছে। ঘটনা ঘটেছে বুধবার (২৩ মার্চ) সকালে আমতলী উপজেলার কৃষ্ণনগর গ্রামে।
জানাগেছে, উপজেলার কৃষ্ণনগর গ্রামের পান চাষি মোঃ রুহুল আমিন খাঁন বুধবার সকালে নিজের পান বরজে বৈদ্যুতিক সেচ মেশিন দিয়ে পানি দিচ্ছিল। ওই সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়। দ্রুত স্বজনরা তাকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। ওই হাসপাতালের চিকিৎসক ডাঃ কাঙ্খিতা তৃণা তাকে মৃত্যু ঘোষনা করেন। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। পুলিশ স্বজনদের দাবীর প্রেক্ষিতে ময়না তদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করেছে।
পান চাষি নিহত রুহুল আমিন খানের স্ত্রী রানী বেগম বলেন, আমার স্বামী বৈদ্যুতিক সেচ মেশিনের তার ছিদ্র হয়ে বিদ্যুৎম্পৃষ্ট হয়ে নিহত হয়েছে।
আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার কাঙ্খিতা তৃণা বলেন, হাসপাতালে আনার পুর্বেই রুহুল আমিন খাঁন মারা গেছেন।
আমতলী থানা ওসি একেএম মিজানুর রহমান বলেন,  পরিবারের দাবীর প্রেক্ষিতে নিহতের মরদেহ ময়না তদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

জেউএস/এমআর

বাংলাদেশ সময়: ০:১৩:৩৫ ● ১৬০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ