মহিপুরে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

প্রথম পাতা » কুয়াকাটা » মহিপুরে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ
মঙ্গলবার ● ২২ মার্চ ২০২২


মহিপুরে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

কুয়াকাটা সাগরকন্যা অফিস॥

পটুয়াখালীর মহিপুর থানা সদরে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে সড়ক ও জনপদ বিভাগ। মঙ্গলবার (২২ মার্চ) দুপুরে শেখ রাসেল সেতুর নিচে এবং দু’পাশে গড়ে ওঠা এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এ অভিযান পরিচালনা করেন সড়ক ও জনপদ অধিদপ্তর খুলনা জোনের এস্টেট ও আইন কর্মকর্তা অনিন্দিতা রায়। এসময় কোন প্রকার নোটিশ ছাড়াই মহিপুর প্রেসক্লাবের টিনের ঘরটি গুড়িয়ে দেয়ার অভিযোগ করেছেন প্রেসক্লাব সদস্যরা। এছাড়া এসময় ফুটপাতে বসা দুই তরমুজ ব্যবসায়ীর ৫শতাধিক তরমুজ ক্ষতিগ্রস্ত করার অভিযোগ উঠেছে।
উচ্ছেদ অভিযান পরিচালনাকারী সড়ক ও জনপদ অধিদপ্তর খুলনা জোনের এস্টেট ও আইন কর্মকর্তা অনিন্দিতা রায় জানান, সড়ক ও জনপদ বিভাগের জায়গায় গড়ে ওঠা সকল অবৈধ স্থাপনা পর্যায়ক্রমে উচ্ছেদ করা হবে।

এনইউবি/এমআর

বাংলাদেশ সময়: ২২:০০:২৬ ● ১৮৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ