গলাচিপায় দু’দিনব্যাপী ‘মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলা

প্রথম পাতা » পটুয়াখালী » গলাচিপায় দু’দিনব্যাপী ‘মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলা
মঙ্গলবার ● ২২ মার্চ ২০২২


গলাচিপায় দু’দিনব্যাপী ‘মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলা

গলাচিপা (পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥

পটুয়াখালীর গলাচিপায় দু’দিনব্যাপী ‘মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২২ মার্চ) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে বাংলাদেশ-তুরস্ক ফ্রেন্ডশীপ স্কুল মাঠে মেলার উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মু. শাহীন শাহ। উন্নয়ন মেলায় ২১টি স্টল রয়েছে। মেলা উদ্বোধন শেষে ‘মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলা-২০২২’ উদযাপন উপলক্ষে “চেতনায় মুক্তিযুদ্ধ, আদর্শে বঙ্গবন্ধু, নেতৃত্বে শেখ হাসিনা, এগিয়ে চলো বাংলাদেশ”-এই শ্লোগাণকে সামনে রেখে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বাংলাদেশ-তুরস্ক ফ্রেন্ডশীপ স্কুল মাঠে এসে শেষ হয়। র‌্যালি শেষে উপজেলা প্রশাসনের কর্মকর্তাসহ প্রধান অতিথি উন্নয়ন মেলা পরিদর্শন করেন।
পরে সেখানে উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমারের সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মোস্তফার সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মু. শাহীন শাহ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নজরুল ইসলাম, গলাচিপা থানা অফিসার ইনচার্জ (ওসি) এ আরএম শওকত আনোয়ার ইসলাম, উপজেলা নির্বাহী প্রকৌশলী মু. জাহাঙ্গীর আলম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা নুরুন্নবী। আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মীর রেজাউল ইসলাম, গলাচিপা প্রেসক্লাবের সভাপতি সমিত কুমার দত্ত মলয়, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবদুর রশীদ খান, উপজেলা সমবায় কর্মকর্তা কামরুল আহসান মিঞা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. অলি উল্লাহ প্রমুখ।

এসডি/এমআর

বাংলাদেশ সময়: ২২:০৯:১৩ ● ১৭১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ