গৌরনদীতে করোনা টিকায় ৪স্কুলছাত্রী অসুস্থ!

প্রথম পাতা » বরিশাল » গৌরনদীতে করোনা টিকায় ৪স্কুলছাত্রী অসুস্থ!
মঙ্গলবার ● ১ ফেব্রুয়ারী ২০২২


গৌরনদীতে করোনা টিকায় ৪স্কুলছাত্রী অসুস্থ!

গৌরনদী (বরিশাল)সাগরকন্যা প্রতিনিধি॥

করোনার ভ্যাকসিন ফাইজার টিকা নেওয়ার পর বরিশালের সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণী চার ছাত্রী অসুস্থ হয়ে পড়েছে। অসুস্থ অবস্থায় তাদেরকে গতকাল মঙ্গলবার দুপুর ১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তারা হলো- উপজেলার উল্টর বিজয়পুর গ্রামের আবুল কালাম আজাদের মেয়ে আহিদা  আজাদ,   মো. মনিরুজ্জামান মেয়ে সানজানা খানম, মো. হারুনের মেয়ে তানিশা আক্তার, মাসুদ মোল্লার মেয়ে অনন্যা খানম।
সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ অলিউল্লাহ জানান,  করোনার টিকার দ্বিতীয় ডোজ দেয়ার জন্য মঙ্গলবার সকালে ৫শত ছাত্র ছাত্রীদের নিয়ে টিকা কেন্দ্রে যান। সেখানে পর্যায়ক্রমে টিকা দেয়া হয়। দুপুর সাড়ে ১২টার দিকে দশম শ্রেনীর ছাত্রী অনন্যাকে টিকা দেয়ার পরে ঝাকুনি দিয়ে অসুস্থ হয়ে পড়ে। এভাবে আহিদা আজাদ, তানজানা আক্তার, তানিশাসহ চার শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ মো. শওকত হোসেন জানান, টিকা নেওয়ার পরে চার শিক্ষার্থী অসুুস্থ হয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে। চিকিৎসা দেয়ার পরে দুজন সুস্থ হয়েছে এবং দুজনের চিকিৎসা চলছে। টিকা গ্রহণের পরে আতঙ্ক ও ভয় থেকে ওই চার শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে।  চিকিৎসাধীন ওই চার শিক্ষার্থী এখন প্রায় সুস্থ বলে ডাঃ শওকত হোসেন জাানন।

বিকেএস/এমআর

বাংলাদেশ সময়: ২১:৩০:৫৩ ● ৫৩৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ