কাউখালীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রথম পাতা » পিরোজপুর » কাউখালীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু
রবিবার ● ২ জানুয়ারী ২০২২


কাউখালীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কাউখালী(পিরোজপুর)সাগরকন্যা প্রতিনিধি॥

পিরোজপুরের কাউখালীতে পুকুরের পানিতে ডুবে দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। তার নাম ফাতেমা আক্তার। রবিবার (২জানুয়ারি) দুপুরে উপজেলার চিরাপাড়া গ্রামের বটতলা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহত ফাতেমা ওই এলাকার মো. নাছির খানের মেয়ে।
পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে শিশু ফাতেমা বাড়ি আঙ্গিনায় খেলছিল। এর কিছুক্ষণের মাথায় হঠাৎ করেই শিশুটিকে খুঁজে পাচ্ছিল না পরিবারের লোকজন। কিছুক্ষণ খোঁজাখুজির একপর্যায়ে তাকে বাড়িসংলগ্ন পুকুরের পানিতে ভাসতে দেখেন পরিবারের সদস্যরা। পরে স্থানীয় লোকজনের সহায়তায় শিশুটিকে অচেতন অবস্থায় উদ্ধার করে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ পার্থ মিস্ত্রী বলেন, ‘শিশুটিকে আমরা মৃত অবস্থায় হাসপাতালে পেয়েছি।

আরএইচআর/এমআর

বাংলাদেশ সময়: ২১:৪৭:৪০ ● ৬১৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ