নাজিরপুরে ছাত্রদলের কমিটি গঠন

প্রথম পাতা » পিরোজপুর » নাজিরপুরে ছাত্রদলের কমিটি গঠন
শনিবার ● ২৫ ডিসেম্বর ২০২১


নাজিরপুরে ছাত্রদলের কমিটি গঠন

নাজিরপুর(পিরোজপুর)সাগরকন্যা প্রতিনিধি॥

পিরোজপুরের নাজিরপুরে ১৮ বছর পর উপজেলার ৯টি ইউনিয়নের ছাত্রদলের কমিটি গঠন করা হয়েছে। সংগঠনের উপজেলা কমিটির আহ্বায়ক এইচ এম শামীম হাসান ও সদস্য সচীব তারেক আব্দুল্লাহ বাপ্পি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ওই কমিটি ঘোষনা দেয়া হয়।
শনিবার(২৫ডিসেম্বর) সকালে উপজেলা ছাত্রদলের সদস্য সচীব তারেক আব্দুল্লাহ বাপ্পী ওই কমিটি ঘোষনার তথ্য নিশ্চিত করে জানান, গত শুক্রবার (২৪ডিসেম্বর) রাতে ওই কমিটি ঘোষনা দেয়া হয়। এর আগে সংগঠনের কেন্দ্রীয় কমিটির নির্দেশে ডিসেম্বর মাসের শুরুতে উপজেলার ৯টি ইউনিয়নে সংগঠনের কর্মীদের নিয়ে সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় ছাত্রদলের মাঠপর্যায়ের কর্মীদের মতামতের ভিত্তিতে ত্যাগী ও যোগ্যদের  দিয়ে প্রত্যেক ইউনিয়নে পূর্নাঙ্গ কমিটি ঘোষনা দেয়া হয়েছে।
এতে উপজেলার ১ নম্বর মাটিভাঙ্গা ইউনিয়নে  শফিকুল ইসলামকে সভাপতি, বেল্লাল সেখকে সাধারন সম্পাদক, ২ নম্বর মালিখালী ইউনিয়নের মেহেদী হাসানকে সভাপতি, মাহফুজুর রহমানকে সাধারন সম্পাদক, ৩ নম্বর দেউলবাড়ি দোবড়া ইউনিয়নে আহম্মেদ সিকদারকে সভাপতি, শরিফুল ইসলামকে সাধারন সম্পাদক, ৪ নম্বর দীর্ঘা ইউনিয়নে সৌমিত বেপারী বুলেটকে সভাপতি, মো. আজাদ হোসেনকে সাধারন সম্পাদক, ৫ নম্বর শাঁখারীকাঠী ইউনিয়নে বাদশা মল্লিককে সভাপতি, রাকিব হাওলাদরকে সাধারন সম্পাদক,  ৬নম্বর নাজিরপুর সদর ইউনিয়নে আল ইমরান শেভনকে সভাপতি, মো. দুলাল দরানীকে সাধারন সম্পাদক, ৭নম্বর শেখমাটিয়া ইউনিয়নে  রাজু সরদারকে সভাপতি, মুহাইমিনুল ইসলাম সিপনকে সাধারন সম্পাদক, ৮নম্বর শ্রীরামকাঠী ইউনিয়নে মো. জোবায়ের মোল্লাকে সভাপতি, মো. জালিচ মাহমুদকে সাধারন সম্পাদক, ৯নম্বর কলারদোয়ানিয়া ইউনিয়নে মো. বায়েজিদ হোসেন মুন্নাকে সভাপতি, মো. ইয়াদুল ইসলামকে সাধারন সম্পাদক করা হয়েছে। সংগঠন সূত্র জানান, এর আগে গত প্রায় দেড় যুগ আগে উপজেলার সদর, শ্রীরামকাঠী, শেখমাটিয়া, শাঁখারীকাঠী এ ৪টি ইউনিয়নে  কমিটি গঠন করা হয়েছে। বাকী ৫টি ইউনিয়নের গত ৪ বছর আগে।

এএএইচ/এমআর

বাংলাদেশ সময়: ২২:৩১:৫৫ ● ২৮৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ