ফুলবাড়ীতে উপানুষ্ঠানিক প্রাথমিক বিদ্যালয় উদ্বোধন

প্রথম পাতা » ব্রেকিং নিউজ » ফুলবাড়ীতে উপানুষ্ঠানিক প্রাথমিক বিদ্যালয় উদ্বোধন
রবিবার ● ১৯ ডিসেম্বর ২০২১


ফুলবাড়ীতে উপানুষ্ঠানিক প্রাথমিক বিদ্যালয় উদ্বোধন

ফুলবাড়ী (দিনাজপুর) সাগরকন্যা প্রতিনিধি॥

দিনাজপুরের ফুলবাড়ীতে আউট অফ স্কুল চিলড্রেন এডুকেশন কর্মসূচিতে পৌর এলাকার মধ্যগৌরীপাড়া উপানুষ্ঠানিক প্রাথমিক বিদ্যালয় এর শুভ উদ্বোধন করা হয়েছে।

রোববার (১৯ ডিসেম্বর) দুপুর ১২ টায় প্রত্যাশা বাংলাদেশ এর উদ্যোগে এবং দিনাজপুর উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহযোগিতায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবেক গণশিক্ষা মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি।

এতে প্রত্যাশা বাংলাদেশের জেলা প্রোগ্রাম ম্যানেজার কামরুন্নাহারের সঞ্চালনায় সভাপতিত্ব করেন জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক আলী নেওয়াজ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোসাম্মৎ হাসিনা ভূঁইয়া, জেলা পরিষদের সদস্য কামরুজ্জামান শাহ কামরু, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম ডাবলু, পৌর প্যানেল মেয়র মামুনুর রশিদ চৌধুরী, প্রত্যাশা বাংলাদেশের নির্বাহী পরিচালক শাহারিয়ার কবির সুমান প্রমুখ।

এছাড়াও বক্তব্য রাখেন ফুলবাড়ী বাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরিফা আক্তার লাকী, প্রত্যাশা বাংলাদেশের উপজেলা গ্রোগ্রাম ম্যানেজার তানভির আহম্মেদ, বিরামপুর গ্রোগ্রাম ম্যানেজার মাহফুজুর রহমান রিপন প্রমুখ।

শেষে আনুষ্ঠানিকভাবে ঝড়ে পড়া শিশুদের হাতে নতুন বই তুলে দেন সাবেক গণশিক্ষা মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি।

উল্লেখ্য, জেলার ১৩ টি উপজেলার মধ্যে ৯টি উপজেলায় এ কার্যক্রম শুরু করা হয়েছে। এরমধ্যে ফুলবাড়ী উপজেলার ৭৩ টি বিদ্যালয়ে ২ হাজার ২০৮ জন ঝড়ে পড়া শিক্ষার্থীর মাঝে এ শিক্ষা কার্যক্রম পরিচালনা করা হবে।


এএইচসি/এমআর

বাংলাদেশ সময়: ২০:০৯:২২ ● ৬৭৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ