নাজিরপুরে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধার দাফন

প্রথম পাতা » পিরোজপুর » নাজিরপুরে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধার দাফন
শনিবার ● ১৮ ডিসেম্বর ২০২১


নাজিরপুরে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধার দাফন

নাজিরপুর(পিরোজপুর)সাগরকন্যা প্রতিনিধি॥

পিরোজপুরের নাজিরপুর উপজেলার শেখমাটিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার খান (৮০) ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে ইন্তেকাল করেন। তাকে রঘুনাতপুর নিজ বাড়িতে শনিবার (১৮জুলাই) পুলিশের একটি চৌকশ দল গার্ড অফ অনার প্রধান করেন।

এসময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মো. আল-আমিন, নাজিরপুর থানার ওসি (তদন্ত) মাইদুল ইসলাম, শেখমাটিয়া ইউপি চেয়ারম্যান আতিয়ার রহমান চৌধুরী (নান্নু), উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল লতিফ শেখ, ওই বীর মুক্তিযোদ্ধার ছোট ছেলে পুলিশ ইন্সপেক্টর মো. মনিরুল ইসলাম খান। এ সময় বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার খানকে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড ও ৭নং শেখমাটিয়া ইউনিয়ন পরিষদ এর পক্ষ থেকে ফুলের তোড়া দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। তিনি মৃত্যুকালীন সময়ে স্ত্রী, ২ ছেলে ও ১ কন্যাসহ অনেক গুনগ্রাহী রেখে যান। ওই দিন সকাল ১১টায় তার নিজ বাড়িতে জানাজা নামায শেষে পারিবারীক কবর স্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পিরোজপুর-১ আসনের এমপি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ.ম রেজাউল করিম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাকিম হাওলাদারসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগ এবং মুক্তিযোদ্ধারা।

এএএইচ/এমআর

বাংলাদেশ সময়: ২১:৫৮:৩৮ ● ১১১৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ