গলাচিপায় প্যাসেন্ট পয়েন্ট ডায়াগনস্টিক সেন্টার চালু

প্রথম পাতা » পটুয়াখালী » গলাচিপায় প্যাসেন্ট পয়েন্ট ডায়াগনস্টিক সেন্টার চালু
শুক্রবার ● ১৭ ডিসেম্বর ২০২১


গলাচিপায় প্যাসেন্ট পয়েন্ট ডায়াগনস্টিক সেন্টার চালু

গলাচিপা (পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥

 

পটুয়াখালীর গলাচিপা উপজেলার চিকনিকান্দী ইউনিয়নের ব্রিজ বাজারে প্যাসেন্ট পয়েন্ট ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন করেন এস.এম শাহজাদা (এমপি)। শুক্রবার (১৭ ডিসেম্বর) সকাল ১০ টায় প্যাসেন্ট পয়েন্ট ডায়াগনিস্টিক সেন্টারের উদ্বোধন করা হয়েছে।
ব্রিজ বাজারে প্যাসেন্ট পয়েন্ট ডায়াগনিস্টিক সেন্টারটি আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন ঘোষণা করেন এস.এম শাহজাদা (এমপি)। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মু. সাহিন সাহ। আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী মজিবর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. নিজামউদ্দিন মোল্লা, মহিলা ভাইস চেয়ারম্যান ওয়ানা মার্জিয়া নিতু, চিকনিকান্দী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক সাজ্জাদ হোসেন রিয়াদ প্রমুখ।
এতে সভাপতিত্ব করেন প্যাসেন্ট পয়েন্ট ডায়াগনস্টিক সেন্টারের চেয়ারম্যান মো. মনিরুজ্জামান। এ সময় প্রধান অতিথি বলেন, গ্রাম পর্যায়ে স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে প্যাসেন্ট পয়েন্ট ডায়াগনস্টিক সেন্টার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমার বিশ^াস। বর্তমান সরকারের সময়ে দেশে গ্রাম্য এলাকায় স্বাস্থ্য সেবা নিশ্চিত করার লক্ষ্যে বিভিন্ন কমিউনিটি সেন্টার সহ বিভিন্ন স্বাস্থ্য বিষয়ক সংস্থা কাজ করে যাচ্ছে। শেষে দোয়া অনুষ্ঠিত হয়।

এসডি/এমআর

বাংলাদেশ সময়: ২০:৫৬:৫৪ ● ১৯৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ