নেছারাবাদে বউগাড়ীর চাপায় শিশু নিহত

প্রথম পাতা » পিরোজপুর » নেছারাবাদে বউগাড়ীর চাপায় শিশু নিহত
শনিবার ● ১১ ডিসেম্বর ২০২১


নেছারাবাদে বউগাড়ীর চাপায় শিশু নিহত

নেছারাবাদ (পিরোজপুর) সাগরকন্যা প্রতিনিধি॥

নেছারাবাদে বউগাড়ীর চাপায় মাইসা (৯) নামে চতুর্থ শ্রেনীর শিশুশিক্ষার্থী নিহত হয়েছে। শনিবার (১১ ডিসেম্বর) সকালে আকলম মুুসলিম মাধ্যমিক বিদ্যালয়ের সামনের সড়কে ওই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর থেকে অটো চালক ইয়াছিন (২২) পলাতক রয়েছে।
দুর্ঘটনায় নিহত মাইসা স্বরূপকাঠি-আটঘর কুড়িয়ানা সড়কের পাশে অবস্থিত আকলম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেনীর ছাত্রী। শনিবার সকাল সাড়ে নয়টার দিকে মাইসা স্কুলে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়ে স্কুলের সামনে যেতেই মর্মান্তিক দুর্ঘটনার শিকার হয়। মাইসা স্বরূপকাঠি পৌরসভার ৫নং ওয়ার্ডের ফকির বাড়ীর মোঃ মিজান ফকিরের মেয়ে। মিজান পেশায় নার্সারির শ্রমিক। নিহত শিশুটির পরিবারে কান্নার রোল বইছে। এ ঘটনায় নিহত মেয়ের পরিবার থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।
এদিকে দুর্ঘটনার পরপর সড়ক অবরোধ করে আটকে রাখে ওই বিদ্যালয় শিক্ষার্থীরা। এতে ওই সড়কে সবধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে খবর পেয়ে স্বরূপকাঠি পৌরসভার মেয়র মো. গোলাম কবির ও পুলিশের এস আই তাজেল ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের বিচারের আশ্বাস দিলে শিক্ষার্থীরা সড়ক অবরোধ তুলে নেয়। পরে আবার শিক্ষার্থীরা গাছ ফেলে সড়ক অবরোধ করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত অবরোধ অব্যহত রয়েছে।
নেছারাবাদ থানার ওসি আবীর মোহাম্মদ হোসেন বলেন, আমি ঘটনাস্থলেই আছি। শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে রেখেছে। শিক্ষার্থীদের সাথে কথা বলে একটা ব্যবস্থার চেষ্টা করছি। নিহতের ব্যাপারে কার্যক্রম অব্যহত আছে। মামলা দিলে অবশ্যই কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

আরএ/এমআর

 

বাংলাদেশ সময়: ২১:০০:২২ ● ২২৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ