কালভার্ট বিধ্বস্ত পায়রা বিদ্যুত কেন্দ্রে যেতে যান চলাচলে ভোগান্তি

প্রথম পাতা » পায়রা বন্দর » কালভার্ট বিধ্বস্ত পায়রা বিদ্যুত কেন্দ্রে যেতে যান চলাচলে ভোগান্তি
শুক্রবার ● ২২ ফেব্রুয়ারী ২০১৯


---

কলাপাড়া সাগরকন্যা অফিস॥
পায়রা তাপ বিদ্যুতকেন্দ্রে যাওয়া-আসার একমাত্র উপায় কলাপাড়া-লোন্দা সড়ক। ছয় কিমি দীর্ঘ এ সড়কটি দিয়ে প্রতিদিন চলাচল করছে শত যানবাহন। হালকা, মাঝারি ও ভারি সকল যানবাহন চলাচল করছে। সড়কটি এমনিতেই সরু। তারপরে হঠাৎ করে ফোরলেন লাগোয়া স্পটে সড়কটির একটি কালভার্ট অর্ধেকটা বিধ্বস্ত হয়ে গেছে। একপাশ দিয়ে চরম ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছে। একটি ভারী মালবাহী ট্রাক ওই স্পটে দেবে সড়কটি বিধ্বস্ত হয়। টিয়াখালী ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ মশিউর রহমান শিমু জানান, ছোট ছোট, হালকা যানবাহন চলাচলের জন্য এলজিইডি ডিপার্টমেন্ট এ সড়কটি নির্মাণ করে। কিন্তু ছয় চাকার দৈত্যাকৃতির অবৈধ যানসহ ভারী মালামাল বাহী যানবাহন চলাচলে সড়কটি ভেঙ্গে গেছে। তবে দ্রুত মেরামতের উদ্যোগ নিবেন বলে চেয়ারম্যান শিমু জানালেন।

বাংলাদেশ সময়: ১৩:৩৯:৪৯ ● ৬৪৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ