নাজিরপুরে দূর্গোৎসবের প্রতিমা তৈরীতে ব্যস্ত মৃৎশিল্পরা

প্রথম পাতা » পিরোজপুর » নাজিরপুরে দূর্গোৎসবের প্রতিমা তৈরীতে ব্যস্ত মৃৎশিল্পরা
সোমবার ● ৪ অক্টোবর ২০২১


নাজিরপুরে দূর্গোৎসবের প্রতিমা তৈরীতে ব্যস্ত মৃৎশিল্পরা

নাজিরপুর(পিরোজপুর)সাগরকন্যা প্রতিনিধি॥

সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজা। এখন সর্বত্র প্রতিমা মন্দিরে তৈরীর কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। আসন্ন দুর্গা পূজাকে ঘিরে পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার সর্বত্র একটি উৎসবের আমেজ তৈরী হয়েছে।
উপজেলার শ্রীরামকাঠী, নাজিরপুর সদর, গড়ঘাটা, কালীবাড়ি, বুইচাকাঠী, ঘোষকাঠী, গাওখালী এবং সেখমাটিয়ার রাজলক্ষীসহ বিভিন্ন সার্বজনীন শ্রীশ্রী দূর্গামন্দির ঘুরে এ চিত্র দেখা গেছে। মন্দিরে মন্দিরে এখন চলছে প্রতিমার চূড়ান্তভাবে রংকরার পূর্ব প্রস্তুতি। এ পূর্জা মন্ডপ গুলোতে একাগ্রচিত্রে আপন মনে নিপূন হাতে নিখুঁতভাবে মনের মাধুরী মিশিয়ে কারিগররা ফুটিয়ে তুলেছেন দূর্গা দেবীকে। পূজার দিন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে মন্ডপে মন্ডপে চলছে সাজ সজ্জার কাজ। এ বছর দেবী দুর্গা ঘোটকে আগমন করবেন এবং দোলায় গমন করবেন।
নাজিরপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মাষ্টার সুখরঞ্জন বেপারী জানান, আগামী ১২ অক্টোবর থেকে সপ্তমী পূজা শুরুর মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব এর মূল অনুষ্ঠান শুরু হবে এবং ১৫ অক্টোবর বিজয় দশমীর মধ্য দিয়ে তা শেষ হবে সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। পূজা উদযাপন পরিষদ নাজিরপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক তুহিন হালদার (তিমীর) জানান, ১২৭টি পূজা মন্ডবে দুর্গা পূজার আয়োজন চলছে। এবার সবচেয়ে বেশি পূজা হচ্ছে জেলার নাজিরপুর উপজেলায়। নাজিরপুর থানা অফিসার ইনর্চাজ মো. আশ্রাফুজ্জামান জানান, সকল মন্দিরে সুষ্ঠ এবং শান্তিপূর্ন ভাবে দুর্গা পূজা সম্পন্ন করার লক্ষ্যে যথাযথ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হবে। যাতে সনাতন ধর্মালম্বীরা নিশ্চিন্তে উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে দুর্গা পূজার আনন্দ উপভোগ করতে পারে। জানাগেছে, সরকার আনন্দঘন পরিবেশে এ পূজা উদযাপনের লক্ষে প্রতিটি মন্দিরে ৫০০ কেজি চাল বরাদ্দ দিয়েছে।

এএএইচ/এমআর

বাংলাদেশ সময়: ১৯:৫৩:৫৫ ● ২৬০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ