কুয়াকাটায় শুদ্ধাচার বিষয়ে ট্যুরিস্ট পুলিশের মতবিনিময়

প্রথম পাতা » কুয়াকাটা » কুয়াকাটায় শুদ্ধাচার বিষয়ে ট্যুরিস্ট পুলিশের মতবিনিময়
বৃহস্পতিবার ● ৩০ সেপ্টেম্বর ২০২১


কুয়াকাটায় শুদ্ধাচার বিষয়ে ট্যুরিস্ট পুলিশের মতবিনিময়

কুয়াকাটা সাগরকন্যা অফিস॥

কুয়াকাটায় ট্যুরিস্ট পুলিশের উদ্যোগে শুদ্ধাচার সম্পর্কিত একটি মতবিনিময় সভা হয়েছে। বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১১টায় পৌরভবন মিলনায়তনে শুরু হয়ে সভাটি দুপুর ১টায় শেষ হয়।
কুয়াকাটায় আগত পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ,  শুদ্ধাচার ও পর্যটকদের উন্নত সেবাদানের লক্ষ্যে স্টেকহোল্ডারদের নিয়ে কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ জোন এ মতবিনিময় সভাটির আয়োজন করে। সভাপতিত্ব করেন ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোনের সহকারী পুলিশ সুপার মোঃ আব্দুল খালেক। প্রধান অতিথি ছিলেন কুয়াকাটা পৌর মেয়র মোঃ আনোয়ার  হাওলাদার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুয়াকাটা প্রেসক্লাব সভাপতি নাসির উদ্দিন বিপ্লব ও ট্যুর অপারেটর এসোসিয়েশন অব কুয়াকাটা (টোয়াক) এর সভাপতি রুমান ইমতিয়াজ তুষার।
মতবিনিময় সভায় কুয়াকাটা ট্যুরিজম ম্যানেজমেন্ট অ্যাসোসিয়েশন (কুটুম), কুয়াকাটা ট্যুরিস্ট বোট মালিক সমিতি, কুয়াকাটা ট্যুর গাইড অ্যাসোসিয়েশন, সৈকত ক্যামেরাম্যান মালিক সমিতি, মোটরবাইক শ্রমিক ইউনিয়ন, শুটকি ব্যবসায়ী সমিতি, হোটেল রেস্তরাঁ মালিক সমিতি, ছাতা বেঞ্চ এসোসিয়েশন ও চটপটি ফুচকা মালিক সমিতি ইত্যাদি সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেছেন।
আগামী দিনগুলোতে ব্যাপক পর্যটক সমাগমের সম্ভাবনাকে সামনে রেখে পর্যটকদের নিরাপত্তা ও সেবার প্রস্তুতির বিষয়টি মতবিনিময় সভায় সর্বাধিক গুরুত্ব পায়।

এনইউবি/এমআর

বাংলাদেশ সময়: ১৮:২৪:৩২ ● ৩২৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ