ফুলবাড়ীতে প্রযুক্তির ছোঁয়ায় বদলে গেছে মানুষেন জীবনযাত্রা

প্রথম পাতা » প্রযুক্তি » ফুলবাড়ীতে প্রযুক্তির ছোঁয়ায় বদলে গেছে মানুষেন জীবনযাত্রা
শনিবার ● ১১ সেপ্টেম্বর ২০২১


ফুলবাড়ীতে প্রযুক্তির ছোঁয়ায় বদলে গেছে মানুষেন জীবনযাত্রা

ফুলবাড়ী (দিনাজপুর) সাগরকন্যা প্রতিনিধি॥

তথ্য-প্রযুক্তির ছোঁয়ায় বদলে গেছে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার গ্রামীন জীবন যাত্রা। যা করোনা মহামারী কালে এর সুফল লক্ষণীয়। করোনার এই মহামারীতে সবকিছু যখন থমকে গেছে। ঠিক সে সময় প্রযুক্তির মাধ্যমে অনলাইন ক্লাশসহ অনেক গুরুত্বপুর্ণ কাজ ঘরে বসে করতে পারছে, এটি একমাত্র প্রযুক্তির সুফল।

উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন জানান, বর্তমান সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি যথাযথ ব্যাবহারের মাধ্যমে সরকারের প্রতিটি সেক্টরের কাজের গতিশীলতা ও দক্ষতা পুর্বের তুলনায় বর্তমানে বেড়েছে অনেক গুণ বেশী। গ্রামীণ মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছানোর জন্য সরকারের গৃহীত নানামুখী পদক্ষেপের মধ্যে অন্যতম হয়ে উঠেছে ইউনিয়ন তথ্য ও সেবাকেন্দ্র গুলো।

সরেজমিনে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার বেতদিঘী ইউনিয়ন পরিষদে গিয়ে দেখা যায়, ওই ইউপির নন্দলালপুর গ্রামের মোস্তাফিজুর রহমান জন্ম নিবন্ধন করতে এসেছেন, ঝকঝকা গ্রামের আজিজুল হক বিদুৎ বিল দিতে তথ্যসেবা কেন্দ্রে এসেছেন। তারা বলেন, আগে শহরে গিয়ে যাবতীয় কাজ করতে হতো, এখন বাড়ীর কাছে অল্প সময়ে সহজেই সেবা পাচ্ছি। এতে সময় ও টাকা দুটোই সাশ্রয় হচ্ছে।

বেতদিঘী ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্র (ইউআইএসসি)’র উদ্যোক্তা গৌতম চন্দ্র দাস ও উদ্যোক্তা রানী আক্তার বলেন, এলাকার মানুষকে গ্রামে বসেই বিভিন্ন ভাবে সেবা দিতে পেরে আমরা অত্যন্ত খুশি। ইউনিয়নের মানুষও সেবা পেয়ে আমাদের উপর খুশি। তারা আরো বলেন, ইউআইএসসি’র সরকারি সেবা সমুহের মধ্যে অন্যতম হচ্ছে জমির পর্চার আবেদন, জন্ম নিবন্ধন, মৃত্যু নিবন্ধন, নাগরিক সনদ, সকল প্রকার নাগরিক আবেদন, পরীক্ষার ফলাফল, অনলাইনে বিশ্ববিদ্যালয়ে ভর্তি, অনলাইনে পাসর্পোটের আবেদন, ভিসা ভেরিফিকেশন ও ট্র্যাকিং, অনলাইনে ড্রাইভিং লাইসেন্স এর আবেদন ও নবায়ন, অনলাইন সরকারি টেন্ডার আবেদন, সরকারি ফরম ডাউনলোড, বীমা, স্বাস্থ্য পরামর্শ, কৃষি পরামর্শ, আইনি সহায়তা, বিদ্যুৎ বিল পরিশোধসহ বিভিন্ন সরকারি ডকুমেন্ট প্রণয়নসহ সরকারি বিভিন্ন কাজে এর গুরুত্ব অনেক। যা বর্তমানে গ্রামে বসে সকলে সহজেই করতে পারছেন। এই সবিই তথ্য প্রযুক্তির সুফলের কারনে।

বেতদিঘী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপাধক্ষ্য শাহ আব্দুল কুদ্দুস বলেন, ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্র স্থাপনের উদ্দেশ্য হল, ইউনিয়ন পরিষদকে একটি তথ্য ও জ্ঞান-ভিত্তিক প্রতিষ্ঠানে পরিণত করা, যাতে এই সেবা প্রতিষ্ঠান প্রত্যন্ত গ্রামঞ্চলের মানুষের দোড়গোড়ায় সেবা পৌছে দিতে পারে।

ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা রিয়াজ উদ্দিন বলেন, উপজেলা পরিষদসহ মোট ৮টি ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্র (ইউআইএসসি) রয়েছে, গ্রামীণ মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছানোর লক্ষ্যে সরকার ইউনিয়ন তথ্য ও সেবাকেন্দ্র গঠন করেছেন। এর মূল উদ্যেশ্য হলো নানামুখী নাগরিক সেবা সাধারণ মানুষ যেন গ্রামে বসেই সহজে পেতে পারেন। যা ক্রমেই গ্রামীণ জনগনের সেবা গ্রহণের কেন্দ্র বিন্দুতে পরিণত হয়েছে।


এএইচসি/এমআর

বাংলাদেশ সময়: ২০:০২:২৯ ● ৬০৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ