আমতলীতে দু’পক্ষের সংঘর্ষে মহিলাসহ আহত-৯

প্রথম পাতা » বরগুনা » আমতলীতে দু’পক্ষের সংঘর্ষে মহিলাসহ আহত-৯
শুক্রবার ● ১০ সেপ্টেম্বর ২০২১


আমতলীতে দু’পক্ষের সংঘর্ষে মহিলাসহ আহত-৯

আমতলী (বরগুনা)সাগরকন্যা প্রতিনিধি॥

জমি নিয়ে বিরোধের জের ধরে দুই ভাইয়ের মধ্যে সংঘর্ষে মহিলাসহ ৯ জন আহত হয়েছে। গুরুতর আহত ছয়জনকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল ও আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনা ঘটেছে আমতলী উপজেলার চাওড়া পাতাকাটা গ্রামে শুক্রবার (১০ সেপ্টেম্বর) দুপুরে।
জানাগেছে, উপজেলার চাওড়া পাতাকাটা গ্রামের আব্দুল আজিজ হাওলাদারের দুই ছেলে সুলতান হাওলাদার ও রিপন হাওলাদারের মধ্যে দুই’শ ১৪ শতাংশ জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। ওই জমি নিয়ে শুক্রবার দুপুরে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায় উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। দুই পক্ষের সংঘর্ষে মহিলাসহ ৯ জন আহত হয়েছে। গুরুতর আহত রিপন হাওলাদার (৪২), ওলিউল ইসলামকে (২০) পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরোনা আক্তার (৩৫), সুলতান হাওলাদার (৫৫), রাশিদা বেগম (৪৫), রাসেল হাওলাদার (৩০), সবুজ হাওলাদার (২৫), ঝড়না বেগম (২৩), কুলসুম বেগমকে (২৫) আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে এনেছে।
আহত রিপন হাওলাদার বলেন, বড় ভাই সুলতান হাওলাদার আমার জমি জোড়পুর্বক দখল করে  রেখেছে। ওই জমি চাইতে গেলে আমাকে ও আমার পরিবারের লোকজনকে মারধর করেছে। আমি এ ঘটনার বিচার চাই।
আহত সুলতান হাওলাদার বলেন, ছোট ভাই আমাকে মারধর করেছে। আমি এ ঘটনার বিচার চাই।
আমতলী থানার ওসি মোঃ শাহ আলম হাওলাদার বলেন, খরব পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এমএইচকে/এমআর

বাংলাদেশ সময়: ১৯:২৩:৫৫ ● ৩১৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ