কাউখালীতে ইয়াবা ও গাঁজাসহ কারারক্ষী গ্রেফতার

প্রথম পাতা » পিরোজপুর » কাউখালীতে ইয়াবা ও গাঁজাসহ কারারক্ষী গ্রেফতার
মঙ্গলবার ● ২৪ আগস্ট ২০২১


মাদকসহ সাময়িক বরখাস্ত হওয়া কারারক্ষী জাহিদুল ইসলাম।

কাউখালী (পিরোজপুর) সাগরকন্যা প্রতিনিধি॥
পিরোজপুরের কাউখালীর দক্ষিণ শিয়ালকাঠী গ্রাম থেকে দুইশত পিস ইয়াবা ও ৬’শ গ্রাম গাঁজাসহ জাহিদুল ইসলাম (৪৩) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। সে বরগুনা কারাগারের বরখাস্তকৃত কারারক্ষী। পিরোজপুরের গোয়েন্দা পুলিশের এসআই (উপ-পরিদর্শক) দেলোয়ার হোসেন সাগরকন্যাকে জানান, মঙ্গলবার (২৪ আগস্ট) বিকেল সাড়ে তিনটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের একটি দল কাউখালীর দক্ষিণ শিয়ালকাঠী গ্রামে অভিযান চালায়। অভিযানকালে ওই গ্রামে নরুল ইসলামের পুত্র জাহিদুল ইসলামকে (৪৩) আটক করা হয়। এ সময় তার বাড়ি থেকে তল্লাশী চালিয়ে ২০০ পিস ইয়াবা ও ৬’শ গ্রাম গাঁজা পাওয়া যায়। ডিবি পুলিশ আরো জানায়, তার বিরুদ্ধে ঝালকাঠীসহ বিভিন্ন থানায় মাদক মামলা রয়েছে।
জানা গেছে, গ্রেফতারকৃত জাহিদুল ইসলাম বরগুনা জেলা কারগারে কারারক্ষী হিসেবে কর্মরত থাকাবস্থায় সাময়িক বরখাস্ত হয়েছেন। তার বিরুদ্ধে মাদকসহ একাধিক মামলা থাকায় জাহিদুল বরখাস্ত করা হয়।

বাংলাদেশ সময়: ১৯:৫৭:৪৬ ● ৭৮৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ