দেশের উন্নয়নে শেখ হাসিনার নেতৃত্বে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে-প্রাণিসম্পদ মন্ত্রী

প্রথম পাতা » পিরোজপুর » দেশের উন্নয়নে শেখ হাসিনার নেতৃত্বে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে-প্রাণিসম্পদ মন্ত্রী
রবিবার ● ২২ আগস্ট ২০২১


দেশের উন্নয়নে শেখ হাসিনার নেতৃত্বে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে-প্রাণিসম্পদ মন্ত্রী

নেছারাবাদ (পিরোজপুর) সাগরকন্যা প্রতিনিধি॥

দেশের সার্বিক উন্নয়ন, সার্বভৌমত্ব রক্ষা ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে শেখ হাসিনার নেতৃত্বে মুজিব আদর্শের সকল নেতাকর্মিকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানিয়েছেন মৎস্য ও প্রানিসম্পদ মন্ত্রী অ্যাডভোকেট শ ম রেজাউল করিম (এমপি)।
রোববার (২২ আগষ্ট) সকালে মন্ত্রী নেছারাবাদের বরিশাল বাসষ্ট্যান্ড সংলগ্ন জগৎপট্টি এলাকায় পিরোজপুর জেলা পরিষদের বাস্তবায়নে ৩ কোটি ৮১ লক্ষ টাকা ব্যয়ে চার তলা বিশিষ্ট আধুনিক ডাক-বাংলো নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন শেষে অনুষ্ঠিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ আহবান জানান। এসময় মন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় বদ্ধপরিকর। বৈষ্যিক মহামারী করোনার কারনে যখন বিশে^র সর্বত্রই উন্নয়ন কার্যক্রম স্থবির। তখনও প্রধানমন্ত্রী শেখ হাসিনা একের পর এক উন্নয়ন কার্যক্রম করে যাচ্ছেন। দেশের এ উন্নয়নকে বাধাগ্রস্থ করতে স্বাধীনতা বিরোধীশক্তি ও ১৫, ১৭ এবং ২১ আগষ্টের খুনিরা নানা ধরনের ষড়যন্ত্রে লিপ্ত। স্বাধীনতার স্বপক্ষের সকল শক্তিকে নিয়ে ওই সকল ষড়যন্ত্রকারীদের প্রতিহত করা হবে। বক্তব্যে মন্ত্রী দায়িত্ব পালনকালীন সময়ে পিরোজপুর-১ আসনে তার বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের ফিরিস্তি তুলে ধরেন।
পিরোজপুর জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মহিউদ্দিন মহারাজের সভাপতিত্বে ওই সমাবেশে বক্তৃতা করেন বিশেষ অতিথি পিরোজপুরের জেলা প্রশাসক আবু আলী মোহাম্মদ সাজ্জাদ হোসেন, পুলিশ সুপার মো. সাইদুর রহমান বিপিএম, জেলা পরিষদের প্রধান নির্বাহী রেবেকা খান, স্বরূপকাঠি উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হক, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক এসএম ফুয়াদ, স্বরূপকাঠি পৌরসভার মেয়র মো. গোলাম কবির, সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম মুইদুল ইসলাম, জেলা পরিষদ সদস্য জাকারিয়া খান স্বপন, সেলিম হোসেন, ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব সিকদার,আল আমিন পারভেজ, মিঠুন হালদার, জাহারুল ইসলাম প্রমুখ। সভা শেষে দোয়া মোনাজাত পরিচালনা করেন ছারছীনা কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড. সৈয়দ শরাফত আলী।

আরএ/এমআর

বাংলাদেশ সময়: ২০:১০:২৫ ● ৪৪৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ